এবার খাদ্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ সৌগত রায় । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 2 Second

দেশে খাদ্য প্রকল্পের মেয়াদ পুনরায় বৃদ্ধি করার দাবিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়ের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠির মাধ্যমে এই আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ। বিনামূল্যে রেশনের মেয়াদ, আগামী ছয় মাসের জন্য বৃদ্ধি করার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য চিঠিতে সৌগত রায় লিখেছেন, ‘পিএমজিকেই যোজনার আওতায় যে বিনামূল্যে রেশনের কর্মসূচি চলছে, তা আগামী ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়ার কথা। তবে বর্তমানে এখনও দেশে করোনা পরিস্থিতি রয়েছে। ওদিকে পুজোর মরসুমের পরপরই বেশকিছু জায়গায় করোনা আবার বাড়ছেও। এমতাবস্থায় ফ্রি রেশন আরও ৬ মাস বাড়ানোর জন্য আপনার কাছে আর্জি জানাচ্ছি। এরফলে করোনা অতিমারীতে যাঁরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সমস্ত পরিবারগুলি বিশেষভাবে উপকৃত হবেন। ‘

বিখ্যাত এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানতে পারা গিয়েছে, করোনাকালীন পরিস্থিতিতে বিনামূল্যে রেশনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সৌগত রায় বলেছেন, “অতিমারী এখনও শেষ হয়নি। অতিমারীতে মানুষ ক্ষতিগ্রস্ত। খাদ্য প্রকল্প বন্ধ হয়ে গেলে, রাজ্য সরকারের মাধ্যমে মানুষ বিনামূল্যে যে রেশন পাচ্ছিল, তা বন্ধ হয়ে যাবে। তাতে লোকের অসুবিধা হবে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আন্তর্জাতিক ক্রিকেটে ফের নক্ষত্র পতন । এম ভারত নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে ফের নক্ষত্র পতন। না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন বাঙালি আম্পায়ার। জানা যায়, আজ সকালেই প্রয়াত হন প্রাক্তন বাঙালি আন্তর্জাতিক আম্পায়ার সুনীত কুমার ঘোষ। জানা যাচ্ছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর । দীর্ঘদিন ধরেই বিছানা সজ্জা ছিলেন তিনি। আজ সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষনিঃশ্বাস […]

Subscribe US Now

error: Content Protected