করোনা পরিস্থিতিতে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে অসাধু কারবারিদের বিরুদ্ধে সরব হলেন মদন মিত্র। এদিন সাগরদত্ত হাসপাতালে কেউ অসাধু উপায়ে রোগীভর্তির চেষ্টা করলে তার চামড়া গুটিয়ে নেবেন, এমন হুঁশিয়ারিই দেন তিনি। সাফ জানিয়ে দেন কোনোরকম অসাধু কাজকর্ম চোখে পড়লেন তৎক্ষনাৎ পদক্ষেপ নেবেন তিনি। এদিন হাসপাতাল চত্ত্বর থেকে তিনি এক হাত নেন দিলীপ ঘোষকেও।
রাজ্যজুড়ে ক্রমশ আরও ভয়ানক হতে থাকা করোনা পরিস্থিতিতে সাগরদত্ত হাসপাতালে দালালরাজের অভিযোগ উঠেছে একাধিকবার।রোগীর পরিবারদের অভিযোগ রোগী ভর্তি থেকে শুরু করে মৃতদেহ বের করা সব ক্ষেত্রেই মোটা অঙ্কের টাকা চাইছেন কর্মীরা। এই খবর পেয়েই শুক্রবার হাসপাতালে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেখানে হাসপাতাল সুপারের সাথে কথা বলে বেরোনোর পথে জানান, “আমি সুপারের সঙ্গে কথা বলেছি। শুনেছি এখানে টাকা নেওয়া হচ্ছে, ধরতে পারলে আগে ল্যাম্পপোস্টে বেঁধে মানুষের কাছে ছবি পাঠানো হবে। শুনেছি এখানকার অনেক গুণ্ডা ছিল, কোনও গুণ্ডামি বরদাস্ত করা যাবে না। কেউ গুণ্ডামি করে রোগী ভরতির চেষ্টা করলে পিটিয়ে চামড়া গুটিয়ে দেব। ল্যাম্পপোস্টে বেঁধে মারব।” দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, “আমি দিলীপ ঘোষ নই যে শুধু মুখে বলব।”
সাগরদত্ত হাসপাতাল নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকার মানুষদের মধ্যে ক্ষোভ এবং অভিযোগ জমছিল। বারবারই অভিযোগ উঠছিল অব্যবস্থা এবং দালাল রাজের। এবার এই সমস্যার সমাধান করতে সটান মাঠে নামলেন মদন মিত্র।