Read Time:1 Minute, 14 Second
ভারুচের পর ফের রাসায়নিক কারখানায় আগুন ধরে গুজরাটে। বুধবার আহমেদাবাদের পিরানা-পিলাহ রোডের ওপর একটি রাসায়নিক কারখানায় ঘটে ভয়াবহ বিষ্ফোরণ, যার জেরে আগুন ধরে যায় ওই কারখানায় আর মৃত্যু হয় ১২ জন শ্রমিকের।
পুলিশ সূত্রে জানা গেছে যে বেশ কয়েকটি ড্রামে রাখা রাসায়নিক উপাদানের থেকেই বিষ্ফোরণ ঘটে, যা তীব্র আকার ধারণ করলে দেওয়াল ও ছাদ খসে পরায় জায়গাটিতে আগুন ধরে যায়। সেই সময়ে আশেপাশের কয়েকটি কাপড়ের কারখানায় কর্মরত কয়েকজন শ্রমিক সময় থাকতে বেরিয়ে আস্তে না পারায় প্রাণ যায় তাদের। আগুন নিভিয়ে ফেলার কাজ কিছুক্ষণের মধ্যেই সেরে ফেলা হয় বলে জানিয়েছেন চিফ অফিসার এম এফ দস্তুর। সন্ধ্যেবেলা থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
