পুলিশ হাসপাতালে এবার করোনা রোগীর চিকিৎসা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 53 Second

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজ্য। কিছুতেই নিয়ন্ত্রনে আসছেনা পরিস্থিতি। এবার মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল পুলিশও। কলকাতার ভবানীপুরের পুলিশ হাসপাতালকে বদলে ফেলা হল কোভিড হাসপাতালে। সোমবার সকালে ভার্চুয়ালি এই হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিকা হাসপাতালের নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালে বাকি সমস্ত আধুনিক ব্যবস্থার পাশাপাশি থাকছে ৩০০ টি শয্যা। এই উদ্যোগে সাহায্য করেছে বন্ধন ব্যাঙ্কও। এই মুহুর্তে এভাবে মানুষকে পরিসেবা দেওয়ার উদ্যোকে সাধুবাদ জানিয়ে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুলিশ হাসপাতালটি জীর্ণ অবস্থায় ধুঁকছিল বহুদিন ধরে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটিকে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলা হল। রাজ্যের সমস্ত পুলিশ, হোমগার্ড এবং তাঁদের পরিবার করোন আক্রান্ত হলে ভর্তি হতে পারবেন এই হাসপাতালে। শুধু তাইই নয় স্বাস্থ্যসাথী কার্ড থাকলে যেকেউই পরিসেবা পাবেন এখানে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোনো হাসপাতালের বেড আটকে রাখার চেয়ে সেখানে সাধারণ মানুষ চিকিৎসা পাওয়াটা অনেক বেশি জরুরি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য । এম ভারত নিউজ

আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে তাঁর।আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা চলছে বুদ্ধদেব বাবুর। তাঁর শারীরিক অবস্থার দিকে সর্বদাই নজর রেখেছেন তাঁর চিকিৎসকেরা। অবস্থার একটু হেরফের হলেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এমনটাই জানা যাচ্ছে তাঁর চিকিৎসকদের মাধ্যমে। অন্যদিকে আজই হাসপাতাল […]

Subscribe US Now

error: Content Protected