নদীয়ায় প্রশাসনিক বৈঠক, কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

Mbharatuser

আজ রানাঘাটের ছাতিমতলায় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

0 0
Read Time:2 Minute, 27 Second

সম্প্রতি উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসেই আবার জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদীয়া জেলা দিয়ে শুরু করবেন এবং দীপাবলির পর এই সফর আরও জোরালো হবে বলে তিনি আগেই জানিয়েছিলেন। মঙ্গলবার থেকে টানা তিন দিন ধরে তিনি রয়েছেন নদীয়া সফরে। এরপর বাকি আছে আরও জেলা। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই তিনি ব্লকে ব্লকে বাকি থাকা কাজ শেষ করার পরিকল্পনা করে নিয়েছেন। বুধবার কৃষ্ণনগরে রাজনৈতিক সভা করার পর আজ রানাঘাটের ছাতিমতলায় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক সভাতে বরাবরের মত কেন্দ্রকে আক্রমণ করার পাশাপাশি নিজের দলকে কড়া সতর্ক বার্তা দিয়েছেন। আজকের বৈঠক থেকে নদীয়া জেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়ন এবং শিলান্যাস করার কথা রয়েছে। কিছু ভেসেলের সূচনারও পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর।

১০০ দিনের কাজ নিয়ে নানান বার্তা এবং এই কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার কিছু পরিকল্পনাও রয়েছে এই বৈঠকে। পাশাপাশি নদীয়া জেলার আরও কিছু উন্নয়ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘোষনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধী দল বরাবরের মত এই বৈঠকের পিছনে রাজনৈতিক মতলবের ইঙ্গিত দিয়েছে। তাদের দাবী ভোটের আগে মমতা নিজেদের আলগা মাটি শক্ত করতে চাইছে। মঙ্গলবারের রাজনৈতিক সভাতে মমতা যেভাবে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তাতে করে এটি পরিষ্কার বোঝা যাচ্ছে যে রানাঘাট, কল্যাণী, হরিণঘাটা অঞ্চলগুলিতে বিজেপির যে দাপট এখনও বহাল রয়েছে তা নিয়ে তিনি অনেকটাই চাপে রয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ অগ্নিকাণ্ড মলদ্বীপে, মৃত ৯ ভারতীয় । এম ভারত নিউজ

এই ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের তার মধ্যে ৯ জন হলেন ভারতীয় এবং ১ জন বাংলাদেশী।

Subscribe US Now

error: Content Protected