সোমবার থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

admin

অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর এই প্রথম শান্তিনিকেতন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0 0
Read Time:3 Minute, 38 Second

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর এই প্রথম শান্তিনিকেতন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। এই সফরে তাঁর অন্যতম গন্তব্য হতে চলেছে বীরভূম। এবার কেষ্টহীন বীরভূমেই যাচ্ছেন তিনি। শেষবার তিনি বীরভূম গিয়েছিলেন বগটুই কাণ্ডের পর। সেই সময়ও তাঁর সঙ্গী ছিলেন অনুব্রত। গরুপাচারের ঘটনায় অভিযুক্ত হয়ে আপাতত জেলবন্দি অনুব্রত মণ্ডল।

সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে নবান্নে মন্ত্রিসভার বৈঠক সেরে বিধাননগরে আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বইমেলার উদ্বোধন করেই বিধাননগর থেকে হেলিকপ্টারে বোলপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা মমতার। হেলিকপ্টারে চড়ে সরকারডাঙ্গা হেলিপ্যাড পৌঁছবেন তিনি। সোমবার রাতে শান্তিনিকেতনেই রাত্রিবাস করার কথা তাঁর। পরের দিন সকালে বোলপুর থেকে হেলিকপ্টারে রওনা দেবেন মালদহের উদ্দেশে। সেখানে এক সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন পরিষেবা মুখ্যমন্ত্রী তুলে দেবেন সাধারণ মানুষের হাতে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরই সঙ্গে মালদহ জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মমতার। কর্মসূচি শেষে আবারও হেলিকপ্টারে করে বোলপুর ফিরে যাবেন তিনি। সেখানেই রাত্রিবাস করবেন মমতা। বুধবার বোলপুরের জেলা পরিষদের ডাক বাংলো মাঠে সরকারি কর্মসূচিতে সেরে ফের বোলপুর ফেরার কথা মমতার।বৃহস্পতিবার, বর্ধমান যাবেন তিনি, সেখানে সরকারি কর্মসূচিতে যোগদান করে হেলিকপ্টারেই কলকাতায় ফিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী।

তোরণে তোরণে সাজিয়ে তোলা হয়েছে বীরভূমের নানা প্রান্ত। সেখানে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জনপ্রতিনিধির ছবি। কিন্তু সেখানে কোথাও নেই অনুব্রত মণ্ডলের ছবি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,বীরভূমে তৃণমূলের কর্মসূচি। অথচ সেখানে কেষ্ট মণ্ডলের ছবি থাকবে না এটা শেষ কবে দেখেছে বীরভূম, সেটাই এখন জোর চর্চার।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্বাগত বার্তায় কোথাও নেই অনুব্রত! কী বলছে তৃণমূল? জানুন। এম ভারত নিউজ

এর আগে মমতা বীরভূম সফরে যত বারই এসেছেন, প্রত্যেক বারই পাশে পেয়েছেন দলের জেলা সভাপতি তথা তাঁর স্নেহধন্য 'কেষ্ট'-কে।

Subscribe US Now

error: Content Protected