প্রধানমন্ত্রীকে খুনের হুমকি, গ্রেফতার যুবক। এম ভারত নিউজ

Mbharatuser

সেই সুযোগকেই কাজে লাগিয়ে আমানকে গ্রেফতার করে এসটিএফ।

0 0
Read Time:1 Minute, 55 Second

প্রধানমন্ত্রী কার্যালয়ে মেইল করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি। এরপরই তদন্তে নামে গুজরাটের আমেদাবাদের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযুক্ত যুবক বদায়ুনের বাসিন্দা নাম আমন সাক্সেনা।

সূত্রের তরফে জানা যায় অভিযুক্ত আমন সাক্সেনা তার বাড়ির একমাত্র ছেলে। সে এর আগেই অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ে, এরপরই পরিবার তাকে ত্যাজ্যপুত্র করে দেয়। আমন সারাদিন ঘরের বাইরে থাকলেও রাতে শুধুমাত্র বাড়ি ফিরত। সেই সুযোগকেই কাজে লাগিয়ে আমানকে গ্রেফতার করে এসটিএফ।

শনিবার রাতে বদায়ুন পৌঁছায় গুজরাটের আমেদাবাদ এসটিএফ-এর দুই সদস্য। পুলিস সূত্রে খবর, দুই এটিএস আধিকারিক স্থানীয় পুলিসকে সঙ্গে নিয়ে রাত ১০টা নাগাদ আমনের বাড়ি যায়। সেখানেই আমন সাক্সেনাকে গ্রেফতার করে এসটিএফ।

এরপর আমানকে সিভিল থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায় এসটিএফ। এরপর আমানকে নিয়ে আসা হয় এসএসপি আবাসনে।আমনকে জেরা করে এসটিএফ-এর হাতে উঠে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। জানা যায় এই ঘটনায় আমনের সাথে যুক্ত আছে গুজরাটের একটি মেয়ে এবং দিল্লির আর এক যুবক। এরপর আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এসটিএফ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অগ্নিগর্ভ চীন, বিবিসির সাংবাদিককে গ্রেফতার করে চড়-লাথি। এম ভারত নিউজ

চিনের সরকারের তরফে আমাদের কাছে এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ ক্ষমা চায়নি, দুঃখপ্রকাশও পর্যন্ত করেনি।

Subscribe US Now

error: Content Protected