ভোট-পরবর্তী অশান্তির তদন্তে চাপড়া ও কৃষ্ণনগরে হাজির সিবিআই । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

ভোট-পরবর্তী হিংসার অশান্তির তদন্তে চাপড়া ও কৃষ্ণনগরে হাজির তদন্তকারী সংস্থার সদস্যরা। জানা যাচ্ছে, আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যদের এক বিশাল বাহিনী। জানা যাচ্ছে, গত কয়েক দিনে তদন্তের ভিত্তিতে সাতটি এফআইআর দায়ের করেছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য আজ দুটি খুনের মামলার তদন্তে উপস্থিত হয়েছিলেন তাঁরা। সূত্রের খবর অনুসারে জানতে পারা গেছে, মৃত ওই ব্যক্তি বিজেপির কর্মী সমর্থক ছিলেন। আজ ১৭ জনের একটি তদন্তকারী দল উপস্থিত হয় চাপড়ার ধর্ম মণ্ডলের বাড়িতে। জানা যায় গত ১৪ ই মে হামলা হয়েছিল ধর্ম মন্ডলের ওপরে । বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে । জানা যায় হঠাৎই ধর্ম মণ্ডলের বাড়িতে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। তারপর তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে শক্তিনগর রেফার করা হয় তাঁকে। পরবর্তীতে শক্তিনগর থেকে কলকাতা রেফার করা হলে ১৬ মে মৃত্যু হয় তাঁর । পরবর্তীতে পরিবারের সন্দেহ অনুযায়ী সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও মূল অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করে উঠতে পারিনি বলেই দাবি জানাচ্ছে পরিবার।

অপরদিকে ১৪ই জুন কৃষ্ণনগরের মনিন্দ্র পল্লীতে নিজের বাড়ির সামনে খুন হতে হয় বিজেপি কর্মী পলাশ মন্ডলকে। ইতিমধ্যেই তাঁর স্ত্রীর অভিযোগ মূলত বিজেপি করার কারণেই তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। জানা যায় তাৃকে বাড়ি থেকে টেনে বাইরে বের করে নিয়ে গিয়ে খুন করে একদল দুষ্কৃতী। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করতে আজ কৃষ্ণনগরে পৌঁছায় ১৭ জনের এই দলটি। দুই এলাকার মৃতদের প্রতিবেশী এবং পরিবার-পরিজনের সঙ্গে কথা বলে সিবিআই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
100 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্যারাঅলিম্পিকে কোয়ার্টার - ফাইনালে পৌঁছলেন ভাবিনা । এম ভারত নিউজ

প্যারা অলিম্পিকে নয়া সাফল্য পেল ভারতীয় প্যডলার ভাবিনা প্যাটেল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই টোকিও প্যারা অলিম্পিকে মেয়েদের টেবিল টেনিস কোয়ার্টার ফাইনালে পৌঁছাল ভারতীয় এই প্যাডলার। ইতিমধ্যেই শেষ আটে পৌঁছে গিয়েছেন ভারতীয় এই খেলোয়াড়। প্রসঙ্গত উল্লেখ্য, ম্যাচের শুরুটা খুব একটা ভালো না হলেও, দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন ঘটে ভারতীয় খেলোয়াড় ভাবিনা প্যাটেলের। […]
News_1026

Subscribe US Now

error: Content Protected