বিশ্বভারতীর গৈরিকীকরণ করা হচ্ছে বলে আবার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত পড়ুয়াদের এবং এক অধ্যাপকের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সংবাদমাধ্যমে মমতা বলেন, ‘ক্ষমতার জোরে গৈরিকীকরণের জন্য কেউ যদি ভাবেন ছাত্র, অধ্যাপক, কর্মচারীদের বুলডোজ করবেন, তা হলে কেউ ওদের সঙ্গে না থাকলেও আমি থাকব।’

এদিন বিশ্বভারতীর সামগ্রিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন পড়ুয়ারা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে অচলাবস্থার একগুচ্ছ অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধ্যাপক,ছাত্র ছাত্রী থেকে কর্মচারীদের সঙ্গে যথেচ্ছাচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। মমতা বলেন, ‘ছাত্রছাত্রীরা বঞ্চনার শিকার হচ্ছেন। পড়ুয়াদের পিএইচডি আটকে দেওয়া হয়েছে। বিশ্বভারতীকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের’। এরপরই স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক। আন্দোলনই আমাকে উন্নয়ন করতে শিখিয়েছে। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, কারও কারও মস্তিষ্কে হৃদয়টাই নেই। মস্তিষ্কে হৃদয় থাকলে এই কাজ করা যায় না। একপ্রকার নাম না করেই উপাচার্যকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
এদিন আশ্রমিকদেরও পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক, প্রাক্তনী, আশ্রমিক সবার সঙ্গেই আমার যোগাযোগ থাকবে। আমি চাই ছাত্রছাত্রীরা পড়াশুনা করার সুযোগ পাক’।