অনলাইনে ফ্ল্যাট ভাড়ার নামে প্রতারণায় গ্রেপ্তার ১ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 48 Second

ফের প্রতারণার দায়ে গ্রেপ্তার হলেন ভিন রাজ্যের ১ বাসিন্দা। প্রয়োজনের তাগিদে বাড়িভাড়া খুঁজতে গিয়ে প্রতারিত হয়েই ,২০২০ সালের ফেব্রয়ারি মাসে , বিধাননগর সাইবার ক্রাইম থানায় সল্টলেকের একটি বেসরকারি সংস্থার কর্মী অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে জানা যায় , যে তিনি একটি বহুপ্রচলিত অনলাইন প্লার্টফর্মে একটি ফ্ল্যাট ভাড়ায় আছে দেখতে পান। নিয়মমাফিক অনলাইন প্লাটফর্মের তরফ থেকে দেওয়া যোগাযোগের নাম্বারে ফোন করেন তিনি।

অভিযোগকারীর দাবি ওই ব্যক্তি ফ্ল্যাট ভাড়া এবং অগ্রিম বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। সেই অনুযায়ী অভিযোগকারী ব্যক্তি সল্টলেকের বিকাশ ভবন এলাকার সামনে ওই অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেন। এর কিছুদিন পর থেকেই ওই বেসরকারি সংস্থার কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অভিযুক্ত ব্যক্তি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি।দীর্ঘ এক বছর পর, ঘটনার তদন্ত শুরু করে পুলিশের তদন্তে উঠে আসে ঝাড়খণ্ডের বাসিন্দা অনুভব বিশ্বরণজন নামক এক ব্যক্তির নাম।

আর এবার সেই তথ্যের ভিত্তিতে গতকাল ২১ বছরের ওই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর এই প্রথম নয় ,এর আগেও বিভিন্ন খালি ফ্লাটের ছবি অনলাইন মাধ্যমে দিয়ে বিভিন্ন রকম ফাঁদ তৈরি করেছে এই অভিযুক্ত। জানা যাচ্ছে আজ এই অভিযুক্তকে বিধান নগর পুলিশের তরফ থেকে আদালতে তোলা হবে। পাশাপাশি পুলিশের তরফ থেকে আবেদন জানানো হবে আপাতত কয়েক দিন তাঁকে পুলিশি হেফাজতে রাখার জন্য। আর কোন ব্যক্তিকে এই অভিযুক্ত তার প্রতারণার জালে ফাঁসিয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনাকালে খুলছে কলেজ ! নয়া সিদ্ধান্ত কর্ণাটকের । এম ভারত নিউজ

করোনাকালে কলেজ খোলার বিষয়ে নয়া সিদ্ধান্ত কর্ণাটক সরকারের! আগামী উনিশে জুলাই থেকে কর্ণাটকের বিভিন্ন সরকারি কলেজ গুলি পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে কর্ণাটক সরকার। জানা যাচ্ছে সেক্ষেত্রে ইতিমধ্যেই একটি করে ভ্যাক্সিনের ডোজ গ্রহণ করেছেন এমন ব্যক্তিদের মধ্যে ৬৫ শতাংশ ছাত্র-ছাত্রী এবং ৮৫% সরকারি স্টাফদের নিয়ে মহাবিদ্যালয় গুলি চালানো হবে। […]
news_89

Subscribe US Now

error: Content Protected