আগামী ৫ তারিখে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন রাজ্য তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২তারিখ রাত্রে বিধানসভা নির্বাচন ২০২১ এর ফল প্রকাশ পাওয়া মাত্র জানতে পারে গেছে ,রাজ্য তৃতীয় বারের মত ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। আর তারপরেই শুভেচ্ছা বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার। সেই আহ্বান মতোই গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে প্রায় সোয়া একঘণ্টা বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও নতুন সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ,ঠিক এমনটাই জানালেন রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার। পাশাপাশি গতকাল এই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের সময় নির্ধারণ করা হয়, কাল বৈঠকের পর জানানো হয়, ৫ মে সাড়ে এগারোটার সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পাশাপাশি এও জানানো হয় করোনার এই কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কোন জমায়েত করা যাবেনা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী প্রতিহিংসার খবর দফায় দফায় উঠে আসছে । আর সেই কারণেই এবার রাজ্যের উপর আদর্শ আইন-বিধি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যের আইন ভার দায়িত্ব রাজ্য প্রশাসনের হাতে ছেড়ে দেওয়াই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করলেন বিশেষজ্ঞমহল । প্রসঙ্গত উল্লেখ্য গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জাগদীপ ধনকারের কাছে আগামী দিনে সরকার গঠনের দাবি জানান এবং প্রথা অনুসারে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।