পুজোর আগেই সুখবর দিল স্টেট ব্যাঙ্ক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

পুজোর আগেই সুখবর দিল স্টেট ব্যাঙ্ক। গৃহঋণের ক্ষেত্রে সুদের বোঝা অনেকটাই কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক। তবে এই হারে সুদের সুযোগ পেতে গেলে ভাল হতে হবে গ্রাহকের সিবিল স্কোর। বৃহস্পতিবার ব্যাঙ্কের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হলেও তাতে অবশ্য এই সস্তা সুদে ঋণ পাওয়ার জন্য কত সিবিল স্কোর চাই, তা উল্লেখ করা হয়নি।

এছাড়াও আরও নতুন সুবিধার কথাও জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। এত দিন ব্যাঙ্ক থেকে ৭৫ লাখ টাকার বেশি গৃহঋণ নিলে ৭.১৫ শতাংশ হারে সুদ দিতে হত। কিন্তু পুজোর আগের এই নতুন অফারে কোন অঙ্কের ঋণের ক্ষেত্রেই সুদের হার হবে ৬.৭ শতাংশ আর এর জন্য প্রসেসিং ফি বাবদ কিছুই দিতে হবে না।

স্টেট ব্যাঙ্কের দাবি, এই অফারে গ্রাহকরা ৪৫ বেসিস পয়েন্টস (বিপিএস) বাঁচাতে পারবেন। হিসেব অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ৩০ বছরে শোধ যোগ্য ৭৫ লাখ টাকা ঋণ নেন, তবে গোটা সময়কালে ৮ লাখ টাকারও বেশি সুদ কম দিতে হবে। আরও একটি নতুন সুবিধা এনেছে স্টেট ব্যাঙ্ক। এতদিন নিয়ম অনুসারে, যাঁরা বেতনভুক গ্রাহক তাঁদের তুলনায় চাকরি করেন না এমন গ্রাহকদের ১৫ বিপিএস বেশি সুদ দিতে হত। কিন্তু এই নতুন অফারে সকলেই ৬.৭ শতাংশ হারে সুদের সুযোগ নিতে পারবেন এমনটাই জানিয়েছে স্টেট ব্যাঙ্ক আধিকারিকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ঘর ওয়াপসি তব্বুর, সৌজন্যে নেটফ্লিক্স । এম ভারত নিউজ

‘মকবুল’,’হায়দার’, ‘তলওয়ার’ – এই তিনটি ছবিতেই একটি বস্তু ভীষণ কমন। কি বলুন তো? পরিচালক বিশাল ভরদ্বাজ ও দুঁদে অভিনেত্রী তব্বু জুটি। আর ফের একবার এই জুটিকে পর্দায় দেখতে পাবে দর্শক, সৌজন্যে নেটফ্লিক্সের নতুন ছবি। অমর ভূষণ রচিত ‘এসকেপ টু নোহয়্যার’ (Escape to Nowhere) উপন্যাসের উপর ভিত্তি করে নিজের পরবর্তী স্পাই […]

Subscribe US Now

error: Content Protected