ফের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উত্তরপ্রদেশে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 44 Second

উত্তর প্রদেশ নির্বাচন শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশনের মুখ্য উপদেষ্টা হলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রিয় পাত্র অনুপ পান্ডে। জানা যায় তিনি উত্তরপ্রদেশেরই একজন আইএএস ক্যাডার। ২০১৯ সালে উত্তরপ্রদেশের মুখ্যসচিব পদ থেকে অবসর নেন তিনি। জানা যাচ্ছে এর আগেও যোগী আদিত্যনাথ তাঁকে মুখ্য উপদেষ্টা হিসাবে বহাল করার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি উত্তর প্রদেশের বিভিন্ন মহলের শীর্ষ নেতৃত্ব হিসেবে বসে রয়েছেন এই পোড়খাওয়া আমলা। এমনকি গো প্রকল্পের সূচনাতেওতার অবদান অনস্বীকার্য।

বঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে রদবদল। প্রশ্ন উঠেছিল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে । বাংলায় শাসকদলের তরফ থেকে বারবার অভিযোগ আনা হয়েছিল নির্বাচন কমিশনের আধিকারিকরা বিজেপির হয়ে কাজ করে চলেছেন। তবে বাংলা পরে এবার উত্তরপ্রদেশেও সেই একই অভিযোগ আনতে চলেছেন বিরোধী দল নেতারা। প্রসঙ্গত উল্লেখ্য বছর ঘুরতে না ঘুরতেই শুরু হতে চলেছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন আর তার আগেই নির্বাচন কমিশনের উচ্চ পদে বিজেপির ঘনিষ্ঠ ব্যক্তিকে বসানো নিয়ে সরব হয়েছেন বিরোধী দল নেতারা। বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাবমূর্তি বেশ কিছুটা চিন্তায় ফেলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব দের। আগামী দিনে উত্তরপ্রদেশে গোদি দখল সম্ভব কিনা সে নিয়ে যথেষ্ট সংশয় আছেন তাঁরা। তাই আগেভাগে সমস্ত দিক খতিয়ে দেখে নিতে উদ্যোগী তাঁরা। এবার দেখার বিষয় হল আগামী দিনে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের সময় ঠিক কতটা নিরপেক্ষতাকে মান্যতা দিয়ে নিজেদের কাজ সম্পন্ন করতে পারে নির্বাচন কমিশন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রয়াত প্রাক্তন বক্সার, ডিংকো সিং । এম ভারত নিউজ

প্রয়াত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী প্রাক্তন বক্সার ডিংকো সিং। গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন এশিয়ান গেমসের সোনাজয়ী প্রাক্তন বক্সার ডিংকো সিং। ব্যাংককে অনুষ্ঠিত ১৯৯৮ এশিয়ান গেমসে সোনা জিতে ভারতের ক্রীড়া জগতে এক কিংবদন্তি ক্রীড়াবিদের খেতাব অর্জন করেছিলেন তিনি । পরবর্তীতে তাঁর এই কৃতিত্বের জন্য তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। জানা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected