0
0
Read Time:58 Second
ভারতের ভ্যাকসিন নির্মাণকারী সংস্থা হায়দরাবাদের ভারত বায়োটেক এখন দ্বিতীয় পর্বের টিকার ট্রায়াল চালাচ্ছে । মানুষের শরীরে করোনার টিকা কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগের পাশাপাশি প্রাণীদের শরীরেও টিকার সেফটি ট্রায়াল চালাচ্ছিল এই সংস্থা । সেই ট্রায়ালের রিপোর্ট বেশ ইতিবাচক বলেই টুইট করে জানিয়েছে এই সংস্থা । অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে । টিকার ‘অ্যানিমাল ট্রায়াল’-এর সাফল্য এর সুরক্ষা ও কার্যকারীতায় নতুন মাত্রা আনবে বলেই বিশ্বাস বিজ্ঞানীদের ।