কেরালা বিধানসভা নির্বাচন ২০২১ : ফলাফল আপডেট । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

পশ্চিমবঙ্গ এবং আসামের পাশাপাশি কেরালাতেও আজ সকাল থেকেই ,শুরু হয়ে গেছে ভোট গণনা। সকাল থেকে নির্বাচন কমিশনের আদেশ মত প্রায় প্রতিটি কেন্দ্রেই, পৌঁছে গেছেন সমস্ত প্রার্থী এবং ভোট গণনা কারীরা। দুপুর দুটো পর্যন্ত ভোট গণনার নিরিখে এখনও পর্যন্ত কেরালাতে ৫৬ এগিয়ে আছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)। তারপরেই ২৫ টি আসন নিয়ে এগিয়ে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের পরেই ১৬ টি আসন নিয়ে এগিয়ে রয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তবে পিছিয়ে নেই ভারতীয় মুসলিম লীগ,১৩ টি আসন নিয়ে এখনও পর্যন্ত তালিকাতে রয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। ওদিকে নির্দল প্রার্থী দের ঝুলিতে এখনো পর্যন্ত মোট ৮টি আসন পৌঁছেছে। ১৪০ টি আসনের মধ্যে ৫ টি আসন ঝুলিতে ভরতে সক্ষম হয়েছে কেরালা কংগ্রেস( এম) ।তারপরেই রয়েছে এদেশের সবথেকে বড় দল ওরফে ভারতীয় জনতা পার্টি নিজের ঝুলিতে ৪টি আসন সংরক্ষণ করতে সফল হয়েছে এখনও পর্যন্ত। ওদিকে এক অঙ্কের অর্থ দুটি করে আসন ঝুলিতে ভরতে সক্ষম হল নিরপেক্ষ জনতা দল , কেরালা কংগ্রেস এবং নেশনালিস্ট কংগ্রেস পার্টি। এরপরে একটি করে আসন নিয়ে পরপর স্থান দখল করেছেন কংগ্রেস (সেকিউলার) , ইন্ডিয়ান ন্যাশনাল লিগ, জনআদিপত্য কেরালা কংগ্রেস, কেরালা কংগ্রেস (জ্যাকব) , কেরালা কংগ্রেস (বি),লোকতান্ত্রিক জনতা দল রিভলিউশনারি মারক্সিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তবে শেষ পর্যন্ত কোন দলের কপালে বিজয় তিলক লাগতে চলেছে সেটাই এখন দেখার বিষয় ।অধীর আগ্রহে অপেক্ষা করছে কেরালা বাসি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হাওড়ায় অবশেষে কারা জিতলেন, জেনে নিন । এম ভারত নিউজ

হাওড়ায় পরপর দুই তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের খবর ইতিমধ্যেই সামনে এসেছে । হাওড়ার উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার পাঁজা ১৪৩১১ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুনীত রঞ্জন কাঁড়ারকে হাড়িয়ে জয়ী।অপরদিকে হাওড়ার শিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারী নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রথীন চক্রবর্তীকে হারিয়ে ৩২৩৩৯ ভোটে জয়যুক্ত […]

You May Like

Subscribe US Now

error: Content Protected