ফের পশ্চিমবঙ্গে ঝটিকা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । আজ রাতে আচমকাই দমদম বিমানবন্দরে নামেন তিনি । গতকাল রবিবার বঙ্গে আসেন শাহ । কলকাতা বিমানবন্দর থেকে সোজা উড়ে গিয়েছিলেন খড়গপুরে বিজেপি প্রার্থী হিরণের প্রচারে যোগ দিতে । তারপর আজ তাঁর ঝাড়গ্রাম হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল । হেলিকপ্টারে যান্ত্রীক গোলযোগ ঘটায় ঝাড়গ্রাম যেতে না পারলেও বাঁকুড়ার খাতড়ায় পৌঁছেছিলেন তিনি । বাঁকুড়ার সফর সেরে অসমে ফিরেছিলেন শাহ আর তারপর সেখান থেকেই তাঁর দিল্লী ফেরত যাওয়ার কথা থাকলেও আচমকাই আজ রাত ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন শাহ । সম্ভবত আজ গভীর রাতে অথবা কাল সকালে দিল্লি ফিরতে পারেন তিনি। আগামীকালই রাজ্যে রাজনৈতিক কর্মসূচী রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। তিনিও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কলকাতায় । সূত্রের খবর, রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের । সেই বৈঠক সেরেই তিনি দিল্লী ফিরবেন বলেই জানা যাচ্ছে ।
ফের বঙ্গে ঝটিকা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 37 Second