পশ্চিমবঙ্গ নির্বাচন আপডেট: কোথায় কত শতাংশ ভোট পড়েছে দেখে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 39 Second

বিধানসভা নির্বাচন ২০২১, ইতিমধ্যেই বাংলা শুরু হয়ে গেছে তৃতীয় দফার নির্বাচন। সকাল সাতটা থেকে প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৪.৬২ শতাংশ, জানিয়েছে নির্বাচন কমিশন। মূলত তিন জেলায় ভোটগ্রহণ হবে। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগণা। তিনটি জেলার মোট ৩১টি আসনে হবে প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটি কেন্দ্রে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে । এখনও পর্যন্ত এগিয়ে আছে হুগলি। হুগলিতে এখনো পর্যন্ত মোট ভোট পড়েছে ১৭.৩৫ শতাংশ। ভোটগ্রহণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া। এখনও পর্যন্ত হাওড়াতে ভোট পড়েছে ১৫.৫২ শতাংশ। তিন জেলার মধ্যে পিছিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ,এখনও পর্যন্ত মোট ভোট গ্রহণ হয়েছে- ১২.৮১ শতাংশ। আর তৃতীয় দফার নির্বাচনে যে সমস্ত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হচ্ছে সেগুলি হল দক্ষিণ ২৪ পরগণা—এই জেলার মোট ১৬টি আসনে ভোট হতে চলেছে তৃতীয় দফায়। ১) বাসন্তী ২) কুলতলি ৩) কুলপি ৪) রায়দীঘি ৫) মন্দিরবাজার ৬) জয়নগর ৭) বারুইপুর পূর্ব ৮) বারুইপুর পশ্চিম ৯) ক্যানিং পশ্চিম ১০) ক্যানিং পূর্ব ১১) মগরাহাট পূর্ব ১২) মগরাহাট পশ্চিম ১৩) ডায়মন্ডহারবার ১৪) ফলতা ১৫) সাতগাছিয়া ১৬)বিষ্ণুপুর।হুগলি—এই জেলার মোট ৮টি আসনে ভোটগ্রহণ হবে। তার মধ্যে রয়েছে ১) জাঙ্গিপাড়া ২) হরিপাল ৩)ধনেখালি ৪) তারকেশ্বর ৫) পুরশুড়া ৬) আরামবাগ ৭) গোঘাট ৮)খানাকুল।হাওড়া—এই জেলার মোট সাতটি আসনে হবে তৃতীয় দফায় ভোটগ্রহণ। ১)শ্যামপুর ২) বাগনান ৩) আমতা ৪) উদয়নারায়ণপুর ৫) জগৎবল্লভপুর ৬) উলুবেড়িয়া উত্তর এবং ৮)উলুবেড়িয়া দক্ষিণ। সুষ্ঠতার সাথে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রতিটি এলাকাতেই কোম্পানি বাহিনীর সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রাণীদের জন্য প্রথম কোভিড ভ্যাকসিন নিয়ে এল রাশিয়া । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব কোথাও কোথাও চলছে তৃতীয় দফার ঢেউ ,সংক্রমনের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী। এরইমধ্যে ‘কার্নিভাক-কোভ’ নামে একটি ভ্যাকসিন তৈরি করল রাশিয়া। প্রথম দফার কোভিদ সংক্রমণ এরপর থেকেই বিভিন্ন পরীক্ষার পর রাশিয়ার কৃষি নিয়ন্ত্রক সংস্থা বুধবার জানিয়েছে যে, কুকুর, বিড়াল, শিয়াল এবং মিংকের শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি […]

Subscribe US Now

error: Content Protected