BIG BREAKING :পেগাসাস কাণ্ডে তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 51 Second

পশ্চিমবঙ্গেই প্রথম। পেগাসাস কান্ডে প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দিল্লি যাওয়ার আগে পেগাসাস কান্ডে অভিনব সিদ্ধান্ত নিলেন তিনি। এই তদন্ত কমিটিতে থাকবেন হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। ক্যাবিনেটের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বলে জানালেন তিনি। পাশাপাশি এই কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি লোকুর। গত কয়েকদিন ধরে সংসদেই পেগাসাস কান্ড নিয়ে উত্তাল অধিবেশন। কারণ বিরোধী দলের তরফ থেকে বারংবার এই কাণ্ড নিয়ে তোপ দাগতে দেখা গিয়েছে সরকারকে। বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অবৈধভাবে পেগাসাস স্পাইওয়্যার, বিভিন্ন উচ্চপদস্থ নেতাকর্মী এমনকি দেশের জওয়ানদের ফোনের ওপরে নিয়ন্ত্রণ রাখা হয়েছে।এটিকে একেবারে নীতিবিরুদ্ধ বলে মনে করছে বিরোধী দল।

আজ দিল্লি যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেখানে গিয়েই নরেন্দ্র মোদী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চলেছেন তিনি । পাশাপাশি দেখা করার সম্ভাবনা আছে রাস্ট্রপতির সঙ্গেও। আর তার আগেই পেগাসাস কাণ্ড নিয়ে এক অভিনব সিদ্ধান্তের খবর দিলেন তিনি । আজ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ” সবাইকে নজর বন্দি করে রাখা হয়েছে। গত এক সপ্তাহ ধরে ,আমরা ভেবেছিলাম, পার্লামেন্ট চলাকালীন সেন্ট্রাল গভমেন্ট নিশ্চয়ই তদন্ত করবেন এবং তদন্ত করবেন সুপ্রিম কোর্টের কোন বিচারপতিকে দিয়ে, এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যার প্রতি মানুষের আস্থা আছে এবং সেক্ষেত্রে মানুষ বিচার পাবে। কিন্তু আমরা যখন দেখলাম পার্লামেন্ট চলাকালীন কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই আমি দিল্লি যাবার আগে, প্রথম রাজ্য হিসেবে ,পশ্চিমবঙ্গে আমরা যেটা করেছি ,আমরা কমিশন অন এনকোয়ারি করেছি । “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মাস্ক আর হেলমেট না ব্যবহার করায় ধরপাকড় সিউড়িতে । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি :সেভ ড্রাইভ সেভ লাইফ লক্ষে এবার ধরপাকড় শুরু হল বীরভূমের সদরসহ সিউড়িতে। বীরভূমের সদর শহর সিউড়ির প্রশাসন ভবনের সামনে দিয়ে বিনা হেলমেটে গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। আর এবার যেসকল বাইক আরোহীরা ফেস মাস্ক এবং হেলমেট না পড়ে রাস্তায় নেমেছেন তাঁদের ধরপাকড় শুরু করল সিউড়ি ট্রাফিক […]
district_318

Subscribe US Now

error: Content Protected