0
0
Read Time:1 Minute, 27 Second
কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় চর্চার বিষয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী । শোনা যায় অভিনেত্রীর তৃতীয় বিয়ে নাকি ভাঙতে বসেছে। এবার তাঁর সোশ্যাল মিডিয়ায় করবা চৌথে থাকল না কোনও পোস্ট। তবে কি সত্যিই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী-রোশন ? কয়েকদিন ধরেই তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে আঁচ পাওয়া যাবে কিছু না কিছু সমস্যা দেখা দিয়েছে এই জুটির মধ্যে।যেমন শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ার পাতায় নেই কোনও রোশনের ছবি। এখানেই শেষ নয়, রোশনকে আন ফলোও করেন অভিনেত্রী। পাল্টা দিলেন রোশনও, তিনিও শ্রাবন্তীকে আনফলো করলেন। তবে ফেসবুকের ডিপি-তে জ্বলজ্বল করছে শ্রাবন্তী ও রোশনের ছবি।
বিয়ের প্রথম বছর রীতিমত ফোটোশ্যুট করে করবা চৌথের ব্রত পালন করেছিলেন শ্রাবন্তী ও রোশন। কিন্তু এবার আর কোনও পোস্টই নজরে এলো না। তবে সত্যিই চিড় ধরেছে রোশন-শ্রাবন্তীর সম্পর্কে।