প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা, সাক্ষাতে রাজীব । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 50 Second

আজই মাতৃবিয়োগ হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ,আর সেই খবর পাওয়া মাত্রই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বাড়িতে ছুটে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজও একই সময়ে সমবেদনা জানাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও সেই সময় শিল্প মন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ববি হাকিম ,মালা রায়, এবং সুব্রত মুখোপাধ্যায়ও। ওই একই সময়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

যদিও ইতিমধ্যেই কুনাল ঘোষের বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চর্চিত হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কুনাল ঘোষের পর এবার পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে তাঁর মায়ের মৃত্যুতে সমবেদনা জানাতে উপস্থিত হন রাজিব। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এই সাক্ষাৎকে কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে দল ত্যাগ করার পরেও কেবলমাত্র সৌজন্য সাক্ষাতের কারণেই কি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছুটে এলেন রাজিব? প্রশ্ন থেকেই যাচ্ছে এখানেই। গত কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায় ।আর তারপর থেকেই একের পর এক দলত্যাগীদের আবার তৃণমূলে ফিরে আসা নিয়ে জল্পনা তুঙ্গে । সোমবারই সন্ধ্যোতেই কুনাল ঘোষের বাড়িতে পৌঁছে যান রাজীব বন্দোপাধ্যায়, জানা যায় প্রায় দেড় ঘণ্টা ধরে চলে সেই কথোপকথন। আর তারপর থেকেই ফের তৃণমূলে রাজীব বন্দ্যোপাধ্যায় যোগদান করা নিয়ে জল্পনা তুঙ্গে। আজকের এই সৌজন্য সাক্ষাতই কি আগামী দিনে তৃণমূলে যোগদান করার নয়া পথপ্রদর্শক হবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কলকাতায় রেকর্ড দাম বৃদ্ধি ডিজেলে । এম ভারত নিউজ

ফের বাড়ল পেট্রোপণ্যের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ অব্যাহত। তিনদিনের বিরতির পর আজ রেকর্ড মাত্রায় বাড়ল পেট্রোপণ্যের দাম। পরিসংখ্যান বলছে কলকাতায় সর্বকালীন বৃদ্ধি হল ডিজেলের দামে। ইতিমধ্যে ৯০ এর গণ্ডি পার করেছে ডিজেলের দাম।লিটারপ্রতি ডিজেলের দাম বেড়ে হল ৯০ টাকা ১২ পয়সা। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে মুম্বাই। ইতিমধ্যেই […]

Subscribe US Now

error: Content Protected