নাফতালি বেনেটের সঙ্গে বৈঠকে পুতিন । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 18 Second

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে বৈঠক সম্পন্ন করেন ভ্লাদিমির পুতিন। জানা যায় , আজকের বৈঠকে দুই দেশের অর্থনৈতিক বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, “রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাঁচ ঘন্টার বৈঠকটি খুব ভালভাবে সম্পন্ন হয়েছে ।” এছাড়াও, তাঁর সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে বেনেট বলেন, ” ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক খুব ভালো, কিন্তু এটি আরও ভালো হতে পারে। অর্থনৈতিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা অসীম।”

আজকের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন,”আমরা ভাল এবং স্থিতিশীল সিদ্ধান্ত পৌঁছেছি। এবং আমি প্রেসিডেন্ট পুতিনকে ইসরায়েলের নিরাপত্তার প্রয়োজনে মনোযোগী হতে দেখেছি” । প্রধানমন্ত্রী বলেন,” তাঁরা সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং দুই দেশের সংঘর্ষ এড়াতে বিমান হামলার বিষয়টি আলচনা করা হয়েছে ।”পাশাপাশি বেনেট উল্লেখ করেছেন, “রাশিয়ানরা উত্তরে আমাদের প্রতিবেশী এবং এটি গুরুত্বপূর্ণ যে আমরা দুর্ঘটনা ছাড়াই যেকোনও জটিল পরিস্থিতি মসৃণভাবে পরিচালনা করি।” এছাড়াও ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও দুজন আলোচনা করেন। “উন্নত অবস্থা সবাইকে উদ্বিগ্ন করে,” বেনেট বলেছিলেন।ইসরায়েলে ফেরার আগে বেনেট বলেছিলেন যে পুতিন তাঁকে সেন্ট পিটার্সবার্গ শহরে দ্বিতীয় বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অল্পতেই অসুস্থ হয়ে পড়ি : মমতা বন্দ্যোপাধ্যায় । এম ভারত নিউজ

শারীরিক অসুস্থতার কথা সকলের সামনেই স্বীকার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রত্যেকটি রাজ্যের মধ্যে সবথেকে দাপটে মুখ্যমন্ত্রী নামেই পরিচিত তিনি। মহিলাদের পথপ্রদর্শিকা ও বলা যেতে পারে তাঁকে।আর সেই মুখ্যমন্ত্রীই নিজেকে সুস্থ রাখার জন্য বহু কিছুই বাদ দিয়েছেন নিজের খাদ্য তালিকা থেকে। এমনকি বাধ্য হয়েছিলেন ভাত, রুটিও বাদ দিতে। কেবলমাত্র […]

Subscribe US Now

error: Content Protected