গরু পাচার কাণ্ড নিয়ে এবার নড়ে চড়ে বসল সিবিআই। তড়িঘড়ি বিনয় মিশ্রের বাবা-মাকে ডেকে পাঠানো হল সিবিআইয়ের তরফ থেকে। জানানো যাচ্ছে আগামী বুধবার হাজিরা দিতে চলেছেন তাঁরা। বুধবারে নিজাম প্যালেস হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে তাঁর পরিবারকে। পাশাপাশি পরিচয়পত্র, পাসপোর্ট ও আয়কর সংক্রান্ত নথি সঙ্গে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-এর তরফ থেকে। গরু পাচার কান্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্র বর্তমানে পলাতক। আর সেই কারণেই তাঁর হদিশ খুঁজে বের করতে এবার এই সিদ্ধান্ত নিল সিবিআই। কিছুদিন আগে আদালতে সিবিআই-র এএসজি দাবি করেন, “বিনয় মিশ্র মামলা আদপে এক বৃহৎ ষড়যন্ত্র।”

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বিনয় মিশ্রের রাসবিহারীর বাড়িতে উপস্থিত হয়েছিলেন সিবিআই । তবে সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন না তাঁর বাবা-মা । বাড়ি ফিরে আসতে হয় তাঁদের । সিবিআইয়ের অনুমান গরু পাচার করে বিপুল অর্থের লাভ হত তার বেশির ভাগটাই রাখা হত তাঁর বাবা-মায়ের একাউন্টে। মূলত সন্দেহের থেকে বাঁচার জন্য এই পন্থা অবলম্বন করেছিল বিনয়। পাশাপাশি জানা যাচ্ছে সিবিআইয়ের দপ্তরে হাজিরা এড়ালে গ্রেফতারির পরোয়ানা জারি করা হতে পারে তাঁদের বিরুদ্ধে।