নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ কয়েকদিন আগেই ব্রিগেডের মাঠ জনসভার আয়োজন করেছিল বাম-কংগ্রেস জোট । যেখানে প্রচুর মানুষের ঢল নেমেছিল । আর আজ ব্রিগেডের মাঠে সভার আয়োজন করেছিল বিজেপি যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর আজকের জনসভাতেও মানুষের ভিড় ছিল তুলনাতীত । বিজেপি দাবী করেছিল বামেদের ডাকা সভার থেকে তাঁদের সভায় বেশি লোক হবে । তা আদৌ হয়েছে কিনা সেটা জানা যায়নি । তবে এই সভার আয়োজনে কোন রকম ত্রুটি রাখেনি বিজেপি । মাঠে চাঁদোয়া খাটানো থেকে শুরু করে সুসজ্জিত মঞ্চ । তবে এই আয়োজনকে রীতিমত কট্টাক্ষ মন্তব্যে উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । আজ কলকাতা থেকে দিল্লি উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন মোদির বিগ্রেডের সমালোচনা করে বলেন – ‘আমাদের বিগ্রেডে ছিল স্বতঃস্ফূর্ত। আর মোদিজির বিগ্রেডে রোদের হাত থেকে বাঁচতে কোটি কোটি টাকার প্যান্ডেল করা হয়েছে। কিন্তু সেখানে স্বতঃস্ফূর্ততা ছিল বলে আমার মনে হয় না। বাম কংগ্রেসের যে বিগ্রেড হয়েছিল তার উচ্ছাস উদ্দীপনা ছিল আলাদা’। যদিও এর প্রত্যুতরে এখনও পর্যন্ত কোন কথা শোনা যায়নি ।
রোদ থেকে বাঁচতে কোটি কোটি টাকার প্যান্ডেল করেছে বিজেপি : আধীর । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 58 Second