ফাইজার বায়োএনটেকের টিকা নেওয়ার পর নরওয়েতে মৃত্যু ঘটল ২৩ জনের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

করোনা থেকে বাঁচতে ফাইজার বায়োএনটেক টিকা নেওয়ার পর নরওয়েতে মৃত্যু ঘটল ২৩ জনের। কিছুদিন আগে টিকা নিয়েছিলেন তারা। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যুর আগে শারীরিক অবস্থার অবনতি হয়। টীকাকরণের পর ডায়রিয়া, বমি ভাব, জ্বর হয় প্রত্যেকের। ফাইজার বায়োএনটেক অত্যন্ত কার্যকরী হলেও তার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক তাই টিকাকরণ নিয়ে আগেই সতর্ক করেছিল নাইজেরিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ। তারা জনিয়েছিল ৮০ বছরের ঊর্ধ্বদের উপর এই টিকাকরণ কার্যকরী হবে না। সংবাদমাধ্যমে নাইজেরিয়ার এই সংস্থা জানিয়েছে, যারা শারীরিকভাবে খুব দুর্বল তাদের শরীর এই টিকাকরণের পার্শ্বপ্রতিক্রিয়া সহ্য না করতে পারলে মৃত্যুর আশঙ্কা আছে।

প্রসঙ্গত, নাইজেরিয়ার এক মেডিসিন এজেন্সি সংবাদমাধ্যমে জানিয়েছে, এই মৃত্যুর পাশাপাশি ২১ জন মহিলা এবং ৮ জন পুরুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকের শারীরিক অস্বস্তি, অ্যালার্জি, জ্বর হয়েছে। ৭ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইঞ্জেকশন দেওয়া জায়গায় ব্যাথা হয়েছে বলেও জানিয়েছেন অনেকে।

কিন্তু এখনই ভ্যাকসিন নিয়ে সতর্ক করা হচ্ছে না। এই ২৩ জনের মৃত্যুর তদন্ত শুরু করেছে নাইজেরিয়ার নিয়ামক সংস্থা ও ফাইজার বায়োএনটেক। তদন্তের পর টিকাকরণ নিয়ে কোনও অপ্রাসঙ্গিকতা পেলে সতর্কতা জারি করা হবে জানিয়েছে ফাইজার। বিশেষজ্ঞদের মতে, এই মৃত্যুর পর স্বাস্থ্য বিশেষজ্ঞদের আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যে প্রয়োজনের থেকে কম ভ্যাক্সিন পাঠিয়েছে কেন্দ্র : মমতা । এম ভারত নিউজ

রাজ্যে প্রয়োজনের তুলনায় কম করোনা ভ্যাকসিন পাঠিয়েছ কেন্দ্র, অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যবাসীর দুশ্চিন্তা কোনো কারন নেয়। রাজ্যবাসীর জন্য কেন্দ্রের উপর নির্ভর করবেন না, বরং নিজেই টিকা কিনবেন সরাসরি রাজ্যবাসীর জন্য। তিনি জানিয়েছেন, রাজ্যবাসী সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাবেন৷ আজই সেই বিশেষ দিন। গোটা দেশজুড়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু […]

Subscribe US Now

error: Content Protected