করোনা থেকে বাঁচতে ফাইজার বায়োএনটেক টিকা নেওয়ার পর নরওয়েতে মৃত্যু ঘটল ২৩ জনের। কিছুদিন আগে টিকা নিয়েছিলেন তারা। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যুর আগে শারীরিক অবস্থার অবনতি হয়। টীকাকরণের পর ডায়রিয়া, বমি ভাব, জ্বর হয় প্রত্যেকের। ফাইজার বায়োএনটেক অত্যন্ত কার্যকরী হলেও তার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক তাই টিকাকরণ নিয়ে আগেই সতর্ক করেছিল নাইজেরিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ। তারা জনিয়েছিল ৮০ বছরের ঊর্ধ্বদের উপর এই টিকাকরণ কার্যকরী হবে না। সংবাদমাধ্যমে নাইজেরিয়ার এই সংস্থা জানিয়েছে, যারা শারীরিকভাবে খুব দুর্বল তাদের শরীর এই টিকাকরণের পার্শ্বপ্রতিক্রিয়া সহ্য না করতে পারলে মৃত্যুর আশঙ্কা আছে।

প্রসঙ্গত, নাইজেরিয়ার এক মেডিসিন এজেন্সি সংবাদমাধ্যমে জানিয়েছে, এই মৃত্যুর পাশাপাশি ২১ জন মহিলা এবং ৮ জন পুরুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকের শারীরিক অস্বস্তি, অ্যালার্জি, জ্বর হয়েছে। ৭ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইঞ্জেকশন দেওয়া জায়গায় ব্যাথা হয়েছে বলেও জানিয়েছেন অনেকে।
কিন্তু এখনই ভ্যাকসিন নিয়ে সতর্ক করা হচ্ছে না। এই ২৩ জনের মৃত্যুর তদন্ত শুরু করেছে নাইজেরিয়ার নিয়ামক সংস্থা ও ফাইজার বায়োএনটেক। তদন্তের পর টিকাকরণ নিয়ে কোনও অপ্রাসঙ্গিকতা পেলে সতর্কতা জারি করা হবে জানিয়েছে ফাইজার। বিশেষজ্ঞদের মতে, এই মৃত্যুর পর স্বাস্থ্য বিশেষজ্ঞদের আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।