বিশ্বকাপে হার ! ভারতকে খোঁচা ইমরান খানের এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 9 Second

ভারত-পাক ক্রিকেট বিশ্বকাপে হারকে কেন্দ্র করে ভারতকে নিয়ে বিদ্রুপ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আন্তর্জাতিক মঞ্চে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের কথা বলতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিশাল জয়ের কথা টেনে আনেন ইমরান। তাঁর দাবি, এই মুহূর্তে দু’দেশের মধ্যে সুসম্পর্কের কথা বলার সঠিক সময় নয়। সোমবার পাকিস্তান-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের সভায় বক্তব্য পেশ করার সময় ইমরান বলেন, “আমাদের প্রতিবেশী দুই দেশ বিশ্বের সবচেয়ে বড় দুটি বাজার। এর মধ্যে চিনের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। কিন্তু দরকার ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো। যদিও গতকাল রাতে পাকিস্তান ক্রিকেট দল যেভাবে ভারতকে পর্যুদস্ত করেছে, তারপর ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির কথা বলার নিশ্চয়ই এটি সঠিক সময় নয়।”

বাণিজ্যসভায় ইমরানের হঠাৎ ক্রিকেট মাঠের কথা তুলে এনে ভারতকে এই খোঁচা যথারীতি আলোড়ন ফেলে দেয়। আন্তর্জাতিক মঞ্চে তির্যক হাসির সঙ্গে ক্রিকেট প্রসঙ্গ টেনে এনে ভারতকে বিদ্রুপ করে পাক প্রধানমন্ত্রী বলেন, “দু’দেশের সম্পর্ক একটি মাত্র জায়গায় আটকে রয়েছে। তা হল কাশ্মীর। ভারত যদি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ৭২ বছর আগে নেওয়া প্রস্তাব মেনে কাশ্মীরকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিয়ে দেয়, তাহলেই দুই প্রতিবেশীর মধ্যে একটি সুস্থ সম্পর্ক গড়ে উঠতে পারে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শামিকে হেনস্থায় নীরব বিজেপি সরকার, সরব বিরোধীরা ! এম ভারত নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে পর্যদুস্ত হওয়ার পর থেকেই সেই ম্যাচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবার সেই বিতর্কেই লাগলো রাজনৈতিক রঙের প্রলেপ। ক্রিকেট তারকাদের পরে এ বার মহম্মদ শামির সমর্থনে মুখ খুললেন রাজনীতির দুনিয়ার রথী-মহারথীরাও। কংগ্রেস নেতা রাহুল গাঁধী থেকে শুরু করে অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন […]

You May Like

Subscribe US Now

error: Content Protected