অধিকারী গড়ে মমতার সভা, ডাক পেলেন না শিশির-দিব্যেন্দু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 34 Second

আজ নন্দীগ্রামের তেখালিতে জনসভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মমতার সভায় ডাক পাননি অধিকারী পরিবারের দুই তৃণমূল সদস্য। অথচ এদিনের সভায় উপস্থিত থাকবেন জেলার একাধিক শীর্ষ নেতৃত্ব সহ কর্মীরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই জেলা সভাপতি ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অধিকারী গড়ের চাণক্য শিশির অধিকারীকে। তবে অধিকারী পরিবারের আরেক সদস্য তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে এখনও কোন পদ থেকে সরানো না হলেও এদিনের সভায় আমন্ত্রণ জানানো হয়নি। ইতিমধ্যে চলছে সভার শেষ মুহুর্তের প্রস্তুতি।

এর আগেও মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে সভা করার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। যা নিয়ে রীতিমত কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন সভা থেকে মমতার সভা না করা প্রসঙ্গে শুভেন্দুর মত, সভা না করে পগারপার হয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে এদিনের হাইভোল্টেজ সভা থেকে কী বার্তা দেন নেত্রী। সেদিকেই তাকিয়ে সবমহল।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার শীর্ষ নেতৃত্ব ও স্বাস্থ্য দফতরের নির্দেশ যেসব নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের মঞ্চে থাকবেন তাদের কোভিড রিপোর্ট সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছে। সেই মত সোমবার সকালে নন্দীগ্রামের তেখালিতে সভার উদ্দেশে যাওয়ার সময় পাঁশকুড়া পৌরসভার পুর প্রপ্রশাসক নন্দকুমার মিশ্র স্বাস্থ্য দফতরের নির্দেশে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যান কোভিড টেস্ট করানোর জন্য। পরে তাঁর রিপোর্ট নেগেটিভ এলে তা নিয়েতেখালির উদ্দেশে রওনা দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ই-পাস ছাড়াই হবে মেট্রো সফর । এম ভারত নিউজ

করোনার ভয় মানসিক ভাবে কাটিয়ে উঠে মেট্রো রেলের এক নতুন পদক্ষেপ। করোনাকালে মেট্রো যাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ই-পাস। ই-পাস থাকলেই যাত্রা করা যাচ্ছিল মেট্রোতে, তবে তাতে ঝামেলার শেষ ছিল না। ই-পাস নিয়ে বিব্রত হতে হচ্ছিল নানান যাত্রীদের। সে ক্ষেত্রে আজ থেকে নতুন সিদ্ধান্ত নিল মেট্রোরেল । জানিয়ে দেওয়া […]

Subscribe US Now

error: Content Protected