বিজেপির আর নয় অন্যায়
কর্মসূচিকে সামনে রেখে করা মিছিলে বোমাবাজি। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের বারাবনি। শনিবার সকালে ওই কর্মসূচির সমর্থনে মিছিল বের করে বিজেপির কর্মী সমর্থকরা। মিছিলে পা মেলান পশ্চিম বর্ধমান জেলার বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। তাঁর অভিযোগ, এদিন মিছিল বের হওয়া মাত্রই মিছিল লক্ষ্য করে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। মিছিলে গুলি চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় তৃণমূল জড়িত বলেই দাবি পদ্মশিবিরের। ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন।
এদিকে ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানান, ” এরাজ্যের ওপর আঘাত নতুন কিছু নয়”। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। তাঁর পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমন ঘটনা। পাল্টা আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র অভিযোগ, “কয়লা তদন্তে জেলে যাওয়ার ভয়ে তৃণমূল একাজ করছে। ”
এদিন ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আসানসোলে বহুদিন ধরেই অশান্তি চলছে। এলাকার আইনশৃঙ্খলা মাফিয়াদের হাতে চলে গিয়েছে। ” এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকঘন্টা পর পরিস্থিতি আয়ত্তে আসে। এখনও থমথমে গোটা এলাকা।