উত্তপ্ত ভূস্বর্গ! জম্মু-কাশ্মীরে জুলাইতেই শহিদ ১৪ জওয়ান। এম ভারত নিউজ

admin

তথ্যে জানা গিয়েছে, সেনা-জঙ্গির মধ্যে আটটি গুলির লড়াইয়ের ঘটনা ঘটে

0 0
Read Time:3 Minute, 37 Second

চলতি বছরের প্রথম কয়েক মাস শান্তিপূর্ণ থাকলেও হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার বেশ কয়েকটি ঘটনা চিন্তায় ফেলে কেন্দ্রকে। কার্যত উপত্যকায় শান্তি পেরাতে ব্যর্থ হয় কেন্দ্রের মোদি সরকার। এক তথ্য বলছে, জম্মু-কাশ্মীরে গত জুলাই মাসে আটটি এনকাউন্টার, তিনটি অনুপ্রবেশের চেষ্টার ঘটনা তিনটি হামলা প্রায় ১৪ জন জওয়ান এবং ১৩ জন জঙ্গি নিহত হয়েছে। জুলাই মাসে কাশ্মীর ও জম্মুতে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে লাগাতার গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। তথ্যে জানা গিয়েছে, সেনা-জঙ্গির মধ্যে আটটি গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে উপত্যকায় তিনটি, জম্মু অঞ্চলে চারটি। এর মধ্যে তিনটি ঘটনা ঘটে পার্বত্য ডোডা জেলায়।

ডোডা জঙ্গল এলাকায় ধারাবাহিক গুলির লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনীর ২-৩টি দলে বিভক্ত জঙ্গিদের ধরতে ঘন জঙ্গল এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। জুলাই মাসে কাঠুয়া জেলার মাদেশি জঙ্গলে তিনটি বড় হামলা হয়, তাতে পাঁচ সেনা জওয়ান নিহত হয়। রাজৌরির প্রত্যন্ত গ্রামে শৌরা চক্র পুরস্কারপ্রাপ্ত ভিডিসি সদস্য পুরুষোত্তম কুমারের বাড়িতে আরও একটি জঙ্গি হামলা হয়। জঙ্গি হামলায় ভিডিসি সদস্যের এক সেনা সদস্য ও এক ব্যক্তি আহত হন। যদিও হামলা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় জঙ্গিরা। তথ্যে বলা হয়েছে, তৃতীয় হামলাটি করা হয় উত্তর কাশ্মীরের মাচিল সেক্টরের নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনা চৌকিতে। ব্যাট টিমে পাকিস্তানি কমান্ডো এবং উচ্চ প্রশিক্ষিত জঙ্গিরা ছিলেন বলে অভিযোগ। ব্যাটের ওই হামলায় এক সেনা সদস্য ও এক পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়। উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে এবং জম্মুর পুঞ্চ সেক্টর দিয়ে তিনবার অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। যদিও তিনটি অনুপ্রবেশের চেষ্টাই ব্যর্থ করে জওয়ানরা।

তথ্য অনুযায়ী, অনুপ্রবেশের চেষ্টা বানচাল করতে গিয়ে এনকাউন্টার, হামলা ও গুলির লড়াইয়ে ১৪ জন সেনা জওয়ান নিহত হয়েছেন। নিহত সেনাদের মধ্যে একজন ক্যাপ্টেন ও জুনিয়র কমিশনড অফিসার (JCO) ছিলেন। নিহত ১৪ জনের মধ্যে ১০ জন জম্মু অঞ্চলে জঙ্গি সহিংসতায় এবং চারজন উপত্যকায় মারা যান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে ১৩ জঙ্গিও নিহত হয়।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিধানসভার পরিবেশ অশান্ত করার চেষ্টা, ঝাড়খণ্ডে ১৮ জন বিধায়ককে বহিষ্কার। এম ভারত নিউজ

আগামী ২ আগস্ট দুপুর ২ টো পর্যন্ত অভিযুক্তদের বরখাস্ত করা হয়েছে

Subscribe US Now

error: Content Protected