1
0
Read Time:55 Second
প্রথমদিকে বিহারে ভোটে পাল্লা ভারী না হলেও আস্তে আস্তে পুনরায় জায়গা করে নেওয়া শুরু করেছে বিজেপি। গণনা শুরু হওয়ার পর এগিয়ে ছিলেন তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহা জোট। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে প্রতিপক্ষও দিতে শুরু করেছে কড়া টক্কর।
২৪৩টির মধ্যে ৫২টি আসনে ফল প্রকাশিত হয়েছে। গণনা অনুযায়ী এখনও পর্যন্ত বিজেপি ও আরজেডি ১৬টি করে আসন জিতেছে। ৭টি আসন জিতেছে জেডিইউ। কংগ্রেস ও সিপিআই (এমএল) পেয়েছে ৩টি করে আসন।নীতিশ কুমারের দল আবারও ক্ষ্মতায় ফিরে আসবে কিনা বিহারবাসীদের চোখ এখন সেই দিকেই।