করোনা আবহে বন্ধ অত্যাবশ্যক নয় এমন বাজার, বড় সিদ্ধান্ত কলকাতায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনই লকডাউন চাননা বলে প্রধানমন্ত্রী জানালেও দেশের একাধিক জেলায় করোনা সংক্রমণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায়, ওই সমস্ত এলাকায় সংক্রমণের চেন ভাঙতে ইতিমধ্যেই লকডাউনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মধ্যে এবার করোনার সংক্রমণ ঠেকাতে মধ্য কলকাতার বেশ কিছু বাজার চত্বর রবিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ব্যবসায়ী সমিতি। এই বন্ধের আওতায় থাকছে চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার-সহ ‘জরুরি নয়’ এমন পণ্যের বাজার।

তবে খোলা থাকবে অত্যাবশ্যকীয় পণ্যের বাজার। পোস্তা-সহ মধ্য কলকাতার যে সব এলাকায় খাবারের দোকান রয়েছে বা খাবার জিনিসের বাজার বসে, সেই সব এলাকাকে এই বন্ধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।

CWBTA-র সভাপতি সুশীল পোদ্দার জানান, “সংগঠনের সঙ্গে যুক্ত সকল ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ জানিয়েছি, আজ থেকে রবিবার পর্যন্ত বাজার বন্ধ রাখতে। মূলত সেই সব বাজার, যেখানে রাজ্যের সর্বত্র থেকে প্রতিদিন মানুষজন আসেন। আর এমনিতেই কলকাতায় আজ ৭টি কেন্দ্রে ভোট চলছে, তাতে বাজার বন্ধই আছে, তারপর করোনার এহেন পরিস্থিতিতে শনি ও রবিবার আগের থেকেই বন্ধ থাকে, শুধুমাত্র মাঝের শুক্রবারটি অতিরিক্ত দিন হিসেবে বাজার বন্ধ থাকবে”।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে ভারতের পতাকার ছবি ফুটে উঠল নায়াগ্রা জলপ্রপাতে । এম ভারত নিউজ

সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে ভারতের জাতীয় পতাকার ছবি প্রতিফলিত করা হল নায়াগ্রা জলপ্রপাতে। কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে গোটা ভারত। ইতিমধ্যেই সৌভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ। সাহায্য আসছে বিভিন্ন দেশের বৈদেশিক মন্ত্রক থেকে। কোন কোন দেশ এগিয়ে আসছে ভ্যাকসিন তৈরির কাঁচামাল প্রেরণের সাহায্য নিয়ে কোথাও আবার অক্সিজেনের মোবাইল […]

Subscribe US Now

error: Content Protected