১৫ আগষ্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিনেমা, দেখুন তালিকা। এম ভারত নিউজ

admin

তবে এবার অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী…

0 0
Read Time:3 Minute, 13 Second

১৫ অগষ্ট ২০২৪ সালে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে একগুচ্ছ সিনেমা। আগামী ১৫ আগষ্ট কি কি সিনেমা মুক্তি পেতে চলেছে দেখে নিন এক নজরে-

স্ত্রী ২

২০১৮ সালে কমেডি হরর ছবি ‘স্ত্রী’ মুক্তি পায়। এই ছবি দেলহার পর সভাবতই সকলের মনে প্রশ্ন জাগে, ‘স্ত্রী’-এর দিতীয় পর্ব কবে আসবে। তবে এবার অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৫ আগষ্টই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘স্ত্রী ২’। স্ত্রীয়ের দ্বিতীয় সিজনেও দেখা যাবে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুররানা ও অভিষেক ব্যানার্জিকে। একটি অংশে দেখা যাবে তমন্না ভাটিয়াকেও। জানা যাচ্ছে, স্ত্রীয়ের এই পর্বে আগমন ঘটবে ‘সরকাটে’র।

খেল খেল মে

প্রত্যাশা মতই অক্ষয় কুমার অভিনীত আরও একটি ছবি মুক্তি পেতে চলেছে এই ১৫ আগস্টে। কমেডি ড্রামা ‘খেল খেল মে’ ছবিতে অক্ষয় ছাড়াও মূল ভূমিকায় থাকছেন তাপসী পান্নু, ভানি কাপুর। মুদস্বর আজিজ পরিচালিত এই ছবিতে এছাড়াও দেখা যাবে ফরদিন খান, অ্যামি ভার্ক এবং মধুমালতী কাপুরের মত স্টারদেরও।

ভেদা

জন আব্রাহাম, শর্বরী অভিনীত এই ছবিটির মুক্তির তারিখও ১৫ আগষ্ট। এই ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি অ্যাকশন ফিল্ম। নিখিল আডবানী পরিচালিত এই ছবিতে তমন্না ভাটিয়া এবং অভিষেক ব্যানার্জিকেও দেখা যাবে।

এছাড়া মুক্তি পেতে চলেছে – থাঙ্গলান

সাউথ স্টার বিক্রম ও মালভিকা অভিনীত এই ছবিরও ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি তামিল ভাষার একটি ছবি যার পরিচালনা করেছেন পা. রঞ্জিত। অ্যাকশন থ্রিলার এই ছবি ঘিরে শুধু দক্ষিণ ভারতেই নয়, সর্বত্রই উত্তেজনা বিরাজমান।

ডাবল ইস্মার্ট

একই দিনে মুক্তি পাচ্ছে তেলেগু ভাষার সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি ‘ডাবল ইস্মার্ট’। পুরী জগন্নাথ পরিচালিত এই ছবির গল্পও তিনিই রচনা করেছেন। নায়কের চরিত্রে রাম পথিনেণী অভিনয় কিরেছেন। তাঁর বিপরীতে থাকছেন কাব্য থাপর। ছবির বিশেষ আকর্ষণ সঞ্জত দত্ত।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পরের বছর বিয়ে হওয়ার কথা ছিল মেয়ের, সব শেষ হয়ে গেল: মন্তব্য মৌমিতার বাবার। এম ভারত নিউজ

চিকিৎসকদের অপর আরেকটি সংগঠন 'রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনে'র তরফে...

Subscribe US Now

error: Content Protected