মালদহের শুটআউটে গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। এক ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা। যদিও অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছিলেন তার পিছু নিয়েছে কয়েকজন। তবে কোনো কিছু বুঝে ওঠার আগেই শুট আউট করে তাঁরা। সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে, গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ীকে ভর্তি করায় মালদহ ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে, ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে মালদহ পুলিশ ।প্রসঙ্গত উল্লেখ্য আক্রান্ত ব্যবসায়ীর নাম লাল মোহম্মদ , রাতুয়ার কাহালা আশুটোলা এলাকার বাসিন্দা তিনি। জানা যায় গতকাল রাত্রে জগন্নাথপুর এলাকা থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি ।

সে সময় অতর্কিতে পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের এই বিদ্ধ করে তাঁর ডান পা। আওয়াজ শোনা মাত্রই ছুটে আসেন আশেপাশের এলাকার মানুষ । ততক্ষণে ইতিমধ্যেই পলাতক হয় দুষ্কৃতীরা। স্থানীয়দের তৎপরতায় তাঁকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালে।প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই মালদহের গুলিবিদ্ধ হয়েছিলেন নেপাল নামের এক ব্যক্তি । জানা যায় তিনি একজন তৃণমূল কর্মীও বটে। বর্তমানে কলকাতাতে চিকিৎসারত রয়েছেন তিনি। এই ঘটনার রেষ কাটতে না কাটতেই ফের গুলিবিদ্ধ হলেন অপর এক ব্যবসায়ী।