Read Time:45 Second

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ধনেশ্বরপুর মধ্যবাড় গ্রামের দ্বাদশ শ্রেনীর ছাএ ১৯ বছরের দীপঙ্কর দাস বাড়ি থেকে পালিয়ে দিঘার একটি বেসরকারী হোটেলে ওঠে এবং সেখানেই ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা ও গলায় নলী কেটে আত্মহত্যার চেষ্টা করে । এরপর সঙ্কটজনক অবস্থায় যুবককে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । ঠিক কি কারণে ওই যুবক আত্মহত্যা চেষ্টা করেছে তা নিয়ে তদন্ত করছে দীঘা উপকুল থানার পুলিশ ।
