ইডি এবং সিবিআইকে বিজেপির ভাই বলে কটাক্ষ অভিষেকের। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 18 Second

সামনেই উপনির্বাচন। আর সেই উপ নির্বাচনকে কেন্দ্র করেই আজ সমরেশগঞ্জের সভা করতে গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই একের পর এক নজিরবিহীন আক্রমণ করতে থাকলেন বিজেপিকে। ইতিমধ্যেই তাঁর স্ত্রী এবং তাঁকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। জানান কয়লা কাণ্ডের তদন্ত করতে বারবার ডাকা হচ্ছে তাঁদের । করোনাকালীন কঠিন পরিস্থিতির মাঝে মোটেও দিল্লি যেতে রাজি নয় তাঁরা। তবুও কেন্দ্র সরকারের তৎপরতায় বারবার ডাকা হচ্ছে তাঁদের। আর এই প্রসঙ্গকে উল্লেখ করে তিনি বলেন, ‘ইডি আর সিবিআই হল বিজেপির দুই ভাই।’

লক্ষ্য লোকসভা নির্বাচন ২০২৪ । আর তার আগেই ত্রিপুরাতে নিজেদের ঘাঁটি তৈরি করতে উদ্যত হয়েছে তৃণমূল । তবে ত্রিপুরায় তৃণমূলকে রুখতে স্বভাবতই উদ্ধত বিপ্লব দেবের সরকার। আর সেই কারণেই ইতিমধ্যেই বেশ কয়েকটি মিছিল বাতিল করা হয়েছে তৃণমূলের। বলা হয়েছে আগামী চৌঠা নভেম্বর পর্যন্ত কোনও রাজনৈতিক সমাবেশ ও মিছিল করা যাবেনা ত্রিপুরাতে। মূলত করােনা কালীন পরিস্থিতি এবং দুর্গাপুজোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে হাল ছাড়তে রাজি নয় অভিষেকও, তিনি বলেন,শুধু ত্রিপুরাতেই নয় যে সমস্ত রাজ্যগুলিতে শীর্ষ নেতৃত্বের জায়গায় বিজেপি রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে লড়বে তৃণমূল। এছাড়াও ইডি এবং সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, ‘এদের দিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না ,তৃনমূল বিশুদ্ধ লোহা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মমতার জয়লাভের দোয়া করতে আজমির শরিফ রওনা পাঁশকুড়ার সমর্থকদের। এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা;পূর্ব মেদিনীপুর: আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর তার আগেই মুখ্যমন্ত্রীর জয় লাভের জন্য দোয়া করতে আজমির শরিফে যাচ্ছেন পাঁশকুড়ার দলীয় সমর্থকরা। লক্ষ্য একটাই, লক্ষাধিক ভোটে জয়লাভ করুক মুখ্যমন্ত্রী। আর আরও একবার বাংলার মুখ্যমন্ত্রী রূপে রাজ্যকে পরিচালনা করুক তিনি। সেই কারণেই আজ সকালেই পূর্ব মেদিনীপুর জেলার […]

Subscribe US Now

error: Content Protected