নির্বাচনী সম্প্রচারে তারকেশ্বরের সভায় মুসলমানদের একজোট হওয়ার কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে সাম্প্রদায়িক লাইনে ভোট চাওয়া নির্বাচনী আইনের বহির্ভূত সেই কারণে তাঁকে নোটিস পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। মূলত নোটিশের মাধ্যমে মমতাকে ৪৮ ঘন্টার মধ্যে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।অন্যথায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ানের ভিডিও নিয়ে ৫ এপ্রিল নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল বিজেপির শীর্ষ নেতারা ।ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতি এবং নির্বাচনী জনসভা থেকে ধর্মের রাজনীতি করার অভিযোগ করেছিল বিজেপি। এরপর নির্বাচন কমিশনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বয়ানকে আপত্তিজনক স্বীকৃতি দেয়। পাশাপাশি এই বক্তব্যের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ (৩) এবং ৩(এ) ধারাও লঙ্ঘিত হয়েছে । শুধু তাই নয় বাংলায় সংখ্যালঘু ভোটই যে তৃণমূলের প্রধান জনভিত্তি তা মনে করেন অনেকেই। যদিও , এই ধরনের বক্তব্য দেওয়ায় ইতিমধ্যে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মমতাকে নোটিস কমিশনের । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 57 Second