Read Time:1 Minute, 24 Second

কেন্দ্রে নানা বিতর্কিত তিনটি কৃষি আইন এর বিরুদ্ধে একেরপর এক কর্মসূচির সফর তৈরি করেছে কৃষি সংগঠনগুলি। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কৃষি আইন নিয়ে বিভিন্ন দফায় বৈঠক বিফল হলে একে একে ‘ট্রাক্টর মার্চ ‘,” চাক্কা জ্যাম “ইত্যাদি কর্মসূচি পালন হতে থাকে । বর্তমানে এই কর্মসূচি তালিকাতেই নতুনভাবে সংযোজিত হলো ১৮ফেব্রুয়ারি “রেল রোকো” নামক একটি কর্মসূচি।
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে দুপুর ১২টা থেকে চারটে পর্যন্ত প্রায় চার ঘণ্টার এই কর্মসূচি পালন করবেন দেশের কৃষক সংগঠনগুলি।
শুধু তাই নয় পাশাপাশি বলা হয়েছে ওই দিন কোন টোল ট্যাক্সে টাকা সংগ্রহ করতে দেওয়া হবে না। আগামী ১৪ ই ফেব্রুয়ারি তারা পুলওয়ামা শহীদদের উদ্দেশ্যে মোমবাতি মিছিল করবেন। ১৬ ই ফেব্রুয়ারিকৃষক নেতা স্যার ছোটু রামের জন্মবার্ষিকীতে তাঁরা বিশেষ কর্মসূচি পালন করবেন বলে স্থির করেছেন।