অবশেষে চিন্তামুক্ত সেরাম ফার্মা, জেনে নিন কেন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

কাটল জট। ব্রিটেনের পরে এবার ভারতেও অক্সফোর্ডের টিকার ট্রায়াল ফের শুরু করতে পারবে সেরাম ইনস্টিটিউট। অনুমতি দিলেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভি জি সোমানি। ইতিমধ্যে ব্রিটেনের মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটির (MHRA) অনুমতি পেয়ে টিকার ট্রায়াল ফের শুরু করে দিয়েছে ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকা। অক্সফোর্ডের টিকা সুরক্ষিত বলেই ঘোষণা করা হয়েছে। টিকার ডোজে যে মহিলা স্বেচ্ছাসেবকের স্নায়ুর রোগ দেখা গিয়েছিল বলে জানায় অ্যাস্ট্রজেনেকা, তিনিও নাকি এখন সুস্থ হয়ে উঠেছেন। কাজেই চিন্তার আর কোনও কারণ নেই বলেই জানিয়েছে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি।

ব্রিটেনের পরে ভারতেও ফের টিকার ট্রায়াল শুরু হবে কিনা সেই নিয়ে এতদিন টানাপড়েন চলছিল। সেরামের সিইও আদর পুনাওয়ালা অনেকবারই বলেছেন, অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি তাদের কোভিশিল্ড টিকা একেবারেই নিরাপদ ও সুরক্ষিত। ১০০ জনকে টিকার ইঞ্জেকশন দিয়েও জটিল রোগ দেখা যায়নি। তবে দেশের ড্রাগ কন্ট্রোল যা বলবে সেই মতোই কাজ করা হবে। এবার সেই চিন্তা থেকেই মুক্ত হল সেরাম। দেশে কোভিশিল্ড টিকার দ্বিতীয় স্তরের ট্রায়াল চলছিল। অ্যাস্ট্রজেনেকার টিকা নিয়ে সমস্যা তৈরি না হলে এই সপ্তাহ থেকে তৃতীয় পর্বের ট্রায়াল শুরুর কথা ছিল। তবে এখন ফের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে পারবে দেশের প্রথম সারির এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। দুই পর্বে মোট ১৬০০ জনকে টিকার ইঞ্জেকশন দেওয়ার পরিকল্পনা রয়েছে সেরামের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সংসদের নয়া ভবন নির্মাণ করবে টাটা, খরচ হবে ৮৬১.৯০ কোটি টাকা । এম ভারত নিউজ

সংসদের নতুন ভবন নির্মাণ করবে টাটা। যার জন্য খরচ হবে ৮৬১.৯০ কোটি টাকা। প্রতিদ্বন্দ্বি সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো ওই ভবন তৈরি করতে ৮৬৫ কোটি টাকা চেয়েছিল। তাদের পেছনে ফেলে প্রায় ৮৬১.৯০ কোটি টাকাতেই নতুন সংসদ ভবন তৈরি করে দেবে টাটা। ক্ষমতায় আসার পরই সংসদের নতুন ভবন নির্মাণ করার প্রস্তুতি নিয়েছিল […]

Subscribe US Now

error: Content Protected