Read Time:1 Minute, 7 Second
করোনায় আশার আলো, চলতি বছরেই আসতে পারে অক্সফোর্ডের গবেষণা ও ফার্মা সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরী ভ্যাক্সিন। যা তৈরীর কাজ শুরু হয়েছে অনেক আগেই এবং ট্রায়ালও প্রায় শেষের মুখে । ৬ মাসেরও আগে আসতে পারে ভ্যাক্সিন । এমনটাই অনুমান এই সংস্থার । ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ৬ মাসের মধ্যেই ভ্যাক্সিন এসে যাবে। তার থেকে আগেও হতে পারে। ইউকে-র ভ্যাক্সিন সংক্রান্ত জয়েন্ট কমিটি জানিয়েছে, প্রথম ৬৫ বছরের বেশী বয়সীদের ভ্যাক্সিন দেওয়া হবে। এছাড়া যাদের অন্য কোনও রোগ রয়েছে তাদের দেওয়া হবে। তারপর থাকবেন পঞ্চাশোর্ধরা। সবার শেষে তরুণ-তরুণীদের দেওয়া হবে এই ভ্যাক্সিন ।
