ফের বিজেপি বিরোধী সুর বরুণের কণ্ঠে । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:1 Minute, 40 Second

ফের বিজেপি সাংসদ বরুণ গান্ধী মুখ খুললেন আন্দোলনরত কৃষকদের পক্ষে। সম্প্রতি গেরুয়া দলের এই সাংসদ বলেন,অবিলম্বে তিন কৃষি আইন পুনর্বিবেচনা করে দেখা উচিত কেন্দ্রীয় সরকারের। এমনকি বরুণ ট্যুইটারে ভিডিও পোস্ট করেন কৃষকদের সমর্থনে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, একজন কৃষক তাঁর জমির ধান পুড়িয়ে ফেলছেন।

বরুণ বলেন, সামোধ সিং নামে উত্তরপ্রদেশের এই কৃষক ১৫ দিন ধরে ছুটে বেড়িয়েছেন এক মাণ্ডি থেকে আর এক মাণ্ডিতে । কিন্তু তাঁর জমির ফসল তিনি কোনওভাবেই বিক্রি করতে পারেননি। সে কারণেই হতাশ হয়ে ওই কৃষক জমির সব ফসল পুড়িয়ে দিয়েছেন। সরকারের উচিত, কৃষি নীতি পুনর্বিবেচনা করে দেখা এ ধরনের ঘটনা বন্ধের জন্য। বহু কষ্ট করে কৃষকরা ফসল উৎপাদন করে থাকেন। কতটা জ্বালায় জ্বললে তবে একজন কৃষক শরীরের রক্ত জল করা পরিশ্রমের সেই ফসল পুড়িয়ে দিতে পারেন তা আমাদের ভেবে দেখতে হবে।

পিলভিটের এই বিজেপি সাংসদই দলের একমাত্র নেতা যিনি লখিমপুরের ঘটনায় কৃষকদের পক্ষ নিয়েছেন। তবে লখিমপুরের ঘটনা নিয়ে মুখ খোলায় বরুণকে শাস্তির মুখেও পড়তে হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মেট্রো রেলের জন্মদিনেই চিরতরে বন্ধ নন এসি মেট্রো । এম ভারত নিউজ

চিরকালের জন্য শেষ হলো নন এসি মেট্রোর জার্নি । প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই কলকাতার বুকে আর চলছে না নন এসি মেট্রো। ছুটছে শুধুই এসি। তাও, যেন নন এসি রেকগুলো কোথাও একটা স্মৃতি আঁকড়ে বেঁচে ছিল। এবার একেবারেই কলকাতা মেট্রো রেলের ৩৭তম জন্মদিনে ‘অবসর’ নিলো বয়সের ভারে নড়বড়ে নন এসি রেকগুলি। […]

You May Like

Subscribe US Now

error: Content Protected