ভ্রমনপিয়াসীদের জন্য দুঃসংবাদ ! বাতিল দুজোড়া জনপ্রিয় ট্রেন । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 25 Second

দেশ জুড়ে চলছে পুজোর মরশুম। আর পুজোরছুটির আবহে ভ্রমনপিপাসুদের জন্য এবার দুংসংবাদ। বেড়ানোর মরশুমেই তিস্তা-তোর্সা এক্সপ্রেস বন্ধ হয়ে গেল।তাও এক-দু’দিন নয়, একেবারে তিন মাসের জন্য গড়াবে না তিস্তা-তোর্সা এক্সপ্রেসের চাকা। উত্তর-পূর্ব সীমান্ত রেল আপাতত বাতিল করে দিল শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারের মধ্যে যাতায়াতকারী অন্যতম ট্রেন তিস্তা-তোর্সা এক্সপ্রেস স্পেশাল। ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয়েছে যে, ঘন কুয়াশার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি এই একই কারণে কামাক্ষ্যা-দিল্লি মেইল স্পেশ্যাল ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে।

সূত্রের খবর, আপ ও ডাউন মিলিয়ে দু’টি এক্সপ্রেস স্পেশ্যাল ও দু’টি মেইল স্পেশ্যাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে আগামী ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধ থাকবে এই চারটি ট্রেনের চলাচল।

জানা গিয়েছে যে, ভোরের দিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত । ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হয় ট্রেনগুলির। ঘন কুয়াশার মধ্যে চালকের পক্ষেও ট্রেন চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। বাড়তে থাকে দুর্ঘটনার সম্ভাবনাও। তাই দু’টি মেইল স্পেশ্যাল ও এক্সপ্রেস স্পেশ্যাল ট্রেন দু’টি বাতিল করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ট্রেনগুলি চালানো হবে বলেই রেল কর্তৃপক্ষের তরফে ইঙ্গিত মিলেছে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বর্ধিত ভাড়া কমানো হল লোকাল ট্রেনে । এম ভারত নিউজ

অবশেষে চিন্তামুক্ত নিত্যযাত্রীরা, বাড়ছে না লোকাল ট্রেনের ভাড়া। জানা যাচ্ছে ,লোকাল ট্রেনের বর্ধিত ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে। সেক্ষেত্রে বহাল রাখা হচ্ছে আগের ভাড়ায়, ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী ইতিমধ্যেই জানিয়েছেন , প্যাসেঞ্জার এবং মেমো ট্রেনের ভাড়া নিয়ে […]

Subscribe US Now

error: Content Protected