নিজেদের ফিটনেস বজায় রাখতে কত কিছুই করেন তারকারা । তাই বলে গো মূত্র পান । চমকে গেলেন ? সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ার গ্রিলস এবং অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে আড্ডায় বলিউড খিলাড়ি অক্ষয় কুমার ফাঁস করলেন নিজের ‘ফিটনেস সিক্রেট’ । ‘ইনটু দ্য ওয়াইল্ডয়ের’শুটিং-এর সময় গভীর জঙ্গলে নানা রহস্যের কথা ভাগ করে নিচ্ছিলেন দুই রোমাঞ্চপ্রেমী । হুমা তখনই জানতে চান, সেখানে হাতির মল মিশ্রিত চা পান করার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল । অভিনেতা অবলীলায় বলে ওঠেন, তিনি এক সময় রোজ গোমূত্র পান করতেন । আয়ুর্বেদ শাস্ত্রে এই অভ্যাসকে শরীরের পক্ষে উপকারী হিসেবে উল্লেখ করা হয়েছে । তাই ওই চা খেতেও তাঁর এমন কোনও অসুবিধা হয়নি । এমনিতেই খিলাড়ি সিগারেট খান না, মদ্যপান করেন না । রাত ৯টায় ঘুমিয়ে ভোর ৪টে উঠে দৌড়তে যান । একথা তো অনুরাগীদের অজানা নয় । তবে এবার বলি অভিনেতার ফিটনেস তালিকায় যোগ হল গো মূত্র ।
