Read Time:1 Minute, 11 Second
বেলুড় মঠের ৫৪ জন সন্ন্যাসী এবং ১৬ জন কর্মী করোনা আক্রান্ত। যার জেরে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বেলুড় মঠ। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আজ থেকে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, বেলুড় মঠেই তিনতলা এক ভবনে কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে। আপাতত আক্রান্তদের সেখানেই রাখা হবে। এর আগে ২৫ মার্চ থেকে টানা বন্ধ ছিল বেলুড় মঠ। এরপর সরকারি নির্দেশ মেনে একাধিক বিধিনিষেধ জারি করে বেলুড় মঠ খোলে ১৫ জুন। তারপর ফের একবার বন্ধ হয়, খোলেও। কিন্তু এতদিন বেলুড় মঠের অন্দরে একসঙ্গে এতজন সংক্রমিত হননি। তাই এবার সকলের সুরক্ষার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
