0
0
Read Time:1 Minute, 21 Second
রবিবার দুপুরে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট। রণবীর আলিয়ার শেষ ছবি ব্রহ্মাস্ত্র সিনেমায় মুখোমুখি হন দু’জন, সেখান থেকেই দু’জনের প্রেম শুরু। সেই প্রেম শেষ পর্যন্ত চলতি বছরের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ে। পরিবারের সদস্যদের নিয়েই নিজেদের বিবাহ অনুষ্ঠান সেরেছিলেন রনবির-আলিয়া। বিয়ের কিছুদিন পরেই আলিয়ার অন্তঃসত্তা হওয়ার খবর আসে। এই সময় থেকে দুজনেই ভালো বাবা-মা হওয়ার জন্য নিজেদের তৈরি করছিলেন। দশমীর দিন রনবির কাপুরকে পাশে নিয়েই সাধের অনুষ্ঠান সারেন আলিয়া। সাধ খাইয়েছিলেন শাশুড়ি নীতু কাপুর। সাধের অনুষ্ঠানের এক মাসের মধ্যেই পরিবারে এলো নতুন সদস্য। রবিবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।