টাবুর জীবনে ফিরে দেখা ৫০ ৷ এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:3 Minute, 0 Second

আজ বলিউডের অভিনেত্রী টাবুর জন্মদিন। দেখতে দেখতে ৫০ বছর অতিক্রম করলেন টাবু। তবে এখনও ব্যক্তিগত জীবনে একাই রয়েছেন এই পঞ্চাশোর্ধ বিখ্যাত অভিনেত্রী। আশির দশকে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন এই অভিনেত্রী। বিখ্যাত তারকা পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে বলিউডের সুযোগ করে নেওয়া খুব একটা বড় ব্যাপার ছিলনা অভিনেত্রীর জন্য । তবে নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়েই, সমালোচকদের মন জয় করে নিয়েছিলেন টাবু। জানা যায়, ১৯৮০ সালে বলিউডের ডেবিউ করেন এই অভিনেত্রী। একের পর এক ছবি থেকে ভিন্ন ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে তাঁকে। সর্বপ্রথম ১৪ বছর বয়সে এক ধর্ষিতা মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এত অল্প বয়সে নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, টাবু নামেই পরিচিতি পাওয়া , এই অভিনেত্রীর আসল নাম তাবাসসুম ফাতিমা হাশমি । জানা যায়, নিজের অভিনয় দক্ষতার জন্য মোট দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৬ টি ফিল্মফেয়ার পুরস্কার এবং দুটি ক্রিটিক আওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস পান তিনি। এছাড়াও ২০১১ সালে ভারত সরকারের তরফ থেকে তাঁকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য কর্মজীবনে অভিনব সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনটা বড় একাকিত্বেই কাটছে টাবুর। এই সম্পর্কে প্রশ্ন করা হলে সরাসরি অভিনেতা অজয় দেবগনকে দায়ী করেন তিনি। তাহলে কি অজয় দেবগনের সঙ্গে কোনও প্রেমের সম্পর্ক ছিল টাবুর? কোনও কারণে বিয়ে না হওয়ার কারণেই আর বৈবাহিক সম্পর্কে জড়াননি তিনি?না আসলে ব্যাপারটা ঠিক তেমন নয়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজে স্বীকার করেছেন, অভিনেতা অজয় দেবগন সম্পর্কে তাঁর ভাইয়ের বন্ধু। তাই যখনই তিনি কোনও ছেলেবন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে গিয়েছেন। তখনই সেই ছেলেকে অজয় দেবগন এবং আর্য মিলে ধমক দিয়েছেন। আর তার পরই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠা সম্ভব হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিধায়কদের মাথায় হাত ! দীপাবলীর দিনেই বড় ঘোষণা ত্রিপুরায় । এম ভারত নিউজ

দীপাবলীর দিনই ত্রিপুরার বিধায়কদের মাথায় হাত। ইতিমধ্যেই ত্রিপুরায় বিধায়কদের পেনশন এবং অন্যান্য ভাতা সম্পর্কিত বড় সিদ্ধান্ত নেওয়া হল ত্রিপুরা রাজ্য সরকারের তরফে। জানা যাচ্ছে, এখন থেকে পাঁচ বছরের বিধায়ক পদের মেয়াদ পূর্ণ না করা হলে মিলবে না কোনও ভাতা। ভোটে জয়লাভ করে বিধায়ক পদের নাম লেখান অনেকেই তবে নানা কারণে […]

Subscribe US Now

error: Content Protected