রাজ্যের সমস্ত নাগরিক স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়: মমতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 24 Second

সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এবার রাজ্যের সমস্ত নাগরিককে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনল মমতার সরকার। বৃহস্পতিবার নবান্নে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রকল্পের অধীনে প্রতিটি পরিবার পাবে ১টি করে স্মার্টকার্ড। সেই কার্ডের মাধ্যমে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবেন তারা। এই প্রকল্প বাস্তবায়নে সরকারের বার্ষিক ২,০০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, এতদিন রাজ্যের ৭.৫ লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতেন। বাকিরাও এবার থেকে সেই কার্ডের সুবিধা পাবেন বলেই জানান মুখ্যমন্ত্রী। প্রকল্পে নাম নথিভুক্ত করলে পরিবারের সব থেকে বয়ষ্ক মহিলা সদস্যের নামে দেওয়া হবে একটি কার্ড। আর সেই কার্ডের অধীনে পরিবারের প্রত্যেকের চিকিৎসা করানো যাবে বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের ১,৫০০ বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের অধীনে মিলবে এই প্রকল্পের সুবিধা। এছাড়া দিল্লির AIIMS ও ভেল্লুরুর CMC হাসপাতালেও এই কার্ড ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন মমতা। সেইসঙ্গে তিনি জানান, ১ ডিসেম্বর থেকে ‘দুয়ারে দুয়ারে সরকার’ অভিযানে এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি যেসমস্ত মানুষ কোনও সরকারি স্বাস্থ্যবিমার অধীনস্থ নন তাঁরা আবেদন করতে পারবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা হোক: কল্যাণ । এম ভারত নিউজ

রাজ্য-রাজ্যপাল সংঘাত পৌঁছল সপ্তমে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করার দাবি তুললেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, রাজ্যপাল সংবিধানের ধারা লঙ্ঘন করছেন এই অভিযোগ তুলে রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছেন, ধনখড়কে যেন অবিলম্বে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এদিন কল্যাণের অভিযোগ, রাজ্যপাল পরপর টুইট […]

Subscribe US Now

error: Content Protected