Read Time:1 Minute, 18 Second

রায়তঙ্গের উখরুলে ইউপিএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। আক্রান্ত সোসহিম কেইসিং কুমরাম গ্রামের বাসিন্দা। আক্রান্তের ভাইয়ের দাবি, ইউপিএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ট্রাভেল পাস চেয়েছিল তারা। যার জন্য 50 টাকা ধার্য করা হয়। দুজন ছাত্র কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে শিক্ষার্ত্রী হওয়া সত্ত্বেও কেন তারা চার্জ দেবে।

অন্যদিকে রায়তঙ্গ কর্তৃপক্ষের দাবি, দুই শিক্ষার্ত্রী অনিচ্ছাকৃতই চার্জ দিয়েছে। আক্রান্তের ভাইয়ের অভিযোগ, বাড়ি চলে আসার পর ফের ফোন করে ডাকা হয় সোসহিম কেইসিংকে। আক্রান্ত জানায় কোনরকম বাকবিতন্ডায় না জড়িয়ে সে পড়াশুনো করতে চায়। আর তখনই রেগে যায় কর্তৃপক্ষ। অভিযোগ, তখনই ব্যাপক মারধর করা হয় তাঁকে। বর্তমানে আক্রান্ত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।