শীঘ্রই চালু হতে পারে তিস্তার জলবণ্টন প্রকল্প জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । আটকে থাকা জলবন্টন চুক্তি নিয়ে বুধবার কার্যালয়ে ইতিবাচক ইঙ্গিত দিল বাংলাদেশে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ । আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দেরাইস্বামীর সামনেই ওবায়দুল কাদের এবং সেতুমন্ত্রী জানিয়েছেন, ভারত-বাংলাদেশের মধ্যে এক বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে আর সেই সম্পর্কের হাত ধরেই তিস্তা প্রকল্প খুব শীঘ্রই চালু হতে পারে । এর আগে এই চুক্তি নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাফ জানিয়েছিলেন, শুষ্ক মরসুমে তিস্তার জল দেওয়া সম্ভব নয় । তবে এবার মুখ্যমন্ত্রী জানালেন, তিস্তার বদলে অন্য নদীর জল নিতে পারে বাংলাদেশ । এই নিয়ে বহুদিন ধরেই আলোচনা চালাচ্ছে দুই দেশ । ভারত-বাংলাদেশের সু-সম্পর্ক এই বিষয়ে কতটা গতি আনতে পারে সেটাই দেখার ।
