হৃত্বিককে তলব ক্রাইম ব্রাঞ্চের । আগামীকাল ২৭ ফেব্রুয়ারি, শনিবার বেলা ১১টা নাগাদ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ‘ক্রাইম ইনটেলিজেন্স ইউনিট’-এর তরফ থেকে হৃত্বিককে হাজিরা দিতে বলা হয়েছে । কঙ্গনা-হৃত্বিকের ইমেইল মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান রেকর্ড করার জন্যেই এই পদক্ষেপ ক্রাইম ব্রাঞ্চের । উল্লেখ্য বেশ কিছুদিন আগে কঙ্গনা এবং হৃত্বিকের সম্পর্কের বিষয়ে বেশ কয়েকটি তথ্য সামনে আসে । যা নিয়ে বলিউড থেকে অন্যান্য মিডিয়াও নড়ে চড়ে বসে ।
২০১৬ সালে, হৃত্বিক অভিযোগ জানিয়েছিলেন, কেউ বা কারা তাঁর নাম করে কোনও ভুয়ো অ্যাকাউন্ট থেকে কঙ্গনাকে ইমেল করতেন। অভিযোগ, কঙ্গনা তাঁকে অদ্ভুত ইমেল পাঠাতেন, যাতে তাঁর উপর মানসিক চাপ তৈরি হয়। যদিও কঙ্গনা জানিয়েছিলেন উল্লেখ্য মেইল আইডিটি থেকে তাঁরা নিজেরাই কথা বলতেন এবং এরকম কোন পরিস্থিতিই তৈরী হয়নি । তখনই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে সাইবার সেলে মামলা রুজু হয় এবং তদন্তের জন্য হৃত্বিকের ফোন, ল্যাপটপ সবকিছু বাজেয়াপ্ত করে সাইবার সেল। পরবর্তীকালে সেই মামলাই মুম্বই পুলিসের ক্রাইম ইনটেলিজেন্স ইউনিটে স্থানান্তরিত হয়। দুই সেলেবের মধ্যে এই নিয়ে পরবর্তীতে নানা বচসার সৃষ্টি হয় এবং অভিনেত্রীকে আইনি নোটিস পাঠানোর পাশাপাশি তাঁর সঙ্গে কোনওরকম সম্পর্কে থাকার কথাও অস্বীকার করেন হৃত্বিক।