গোষ্ঠীসংক্রমণ শুরু হয়েছে। শনিবার কলকাতার মেয়ো রোডের প্রকাশ্য মঞ্চেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাথরসকাণ্ডের প্রতিবাদ মিছিল করেন তৃণমূল নেত্রী। মিছিল শেষে গান্ধী মূর্তির পাদদেশে সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ৬–৭ মাস ধরে প্রতিদিন অফিস করছি। প্রায় প্রতিদিন কোনও না কোনও বৈঠক করি। যার ফলে আমাদের নিজেদেরই সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল। এমনকী আমার বাড়িতে যে ছেলেটি আমাকে একটু চা দেয় সেও কালকে আক্রান্ত হয়ে গিয়েছে।’ শুধু তাই নয় কালীঘাট ছাড়িয়ে নবান্নেও হানা দিয়েছে কোভিড। মুখ্যমন্ত্রীর কথায়, নবান্নে তাঁর দফতরের এক কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। কারণ এরা বাইরে বের হয় না। সবরকম সতর্কতা মেনেও কোনভাবেই ভাইরাস আটকানো যাচ্ছে না বলেই জানান তিনি। সেইসঙ্গে তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে পরিচিত স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী থেকে দলীয় নেতা কর্মীদের মৃত্যু হয়েছে।
