দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 23 Second

বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং চতুর্থ দফার নির্বাচনের প্রচারে ব্যস্ত হয়ে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। আজ বিজেপির কোচবিহারের শীতলকুচিতে সভা করে ফেরার পথে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছিল বোমা ও পাথর ছোড়া হয় বলে । যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল। আর চতুর্থ দফার ভোটের প্রচারের শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা ছিল দিলীপের। বিজেপি-র অভিযোগ, সভা শেষে ফেরার পথে তৃণমূল কর্মীরা হামলা চালায় রাজ্য সভাপতির গাড়িতে। শুধু তাই নয় পাশাপাশি সেইসঙ্গে রেলিতে থাকা আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। দিলীপ সুস্থ থাকলেও কয়েক জন বিজেপি কর্মী আহত হয়েছেন। প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘আমার সভা শেষ হওয়ার পর যখন আমরা ফিরছি তখন মাথাভাঙায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে অনেক তৃণমূল সমর্থক ফিরছিল। সেই সময় তৃণমূল সমর্থকদের তরফে স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান দেয় আমাদের কর্মীরা। আমি সবাইকে বলি শান্ত থাকতে। পুলিশের কাছে বারবার বলি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে আমাদের বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করতে বলা হয়।’’ তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায় অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন৷ তাঁর দাবি, দিলীপবাবুর উপর হামলার ঘটনায় তৃণমূল দায়ী নয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সংযুক্ত মোর্চার প্রার্থীর সর্মথনে ডোমজুড়ে বৃন্দা কারাত । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড়ঃ ডোমজুড়ে ভোট হতে চলেছে আগামী ১০ ই এপ্রিল, শনিবার। রাজ্যের এই চতুর্থ দফার নির্বাচনে বুধবার হাওড়ায় একাধিক রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে কার্যত চাঁদের হাট বসতে দেখা গেলো। এদিন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, অমিত শাহের পাশাপাশি উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম চৌধুরীর সর্মথনে রোড শো করেন সমাজবাদী পার্টির […]

Subscribe US Now

error: Content Protected